নেপালে প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। দেশে-বিদেশের নানা লিগে অংশ নেওয়ার পর এবার তিনি এখানকার নেপাল প্রিমিয়র লিগেও অংশ নেবেন বলে জানা গিয়েছে।

Written by SNS Kathmandu | September 25, 2021 4:38 pm

শাহিদ আফ্রিদি (Photo: Kuntal Chakrabarty/IANS)

হঠাৎ নেপালে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। দেশে-বিদেশের নানা লিগে অংশ নেওয়ার পর এবার তিনি এখানকার নেপাল প্রিমিয়র লিগেও অংশ নেবেন বলে জানা গিয়েছে।

তবে এই প্রতিযাের্শতা ইংলিশ প্রিমিয়র লিগ নয়, এভারেস্ট প্রিমিয়র লিগ। যা নেপালের ঘরােয়া ক্রিকেট প্রতিযােগিতা। এই প্রতিযােগিতায় অংশ নিতে নেপালের কাঠমান্ডুতে উড়ে গিয়েছেন আফ্রিদি।

পেশাদার এবং বাণিজ্যিক কারণে কাঠমান্ডুতে গেলেও সেখানে আফ্রিদিকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন পাকিস্তানের দূতাবাসের আধিকারিকরা। যা নিয়ে সাময়িক বিতর্ক তৈরি হয়েছে। তবে ওই আধিকারিকরা জানিয়েছেন নেহাতই সৌজন্যের খাতিরে আফ্রিদিকে স্বাগত জানাতে গিয়েছিলেন তাঁরা।