সারা বিশ্ব এখন অপেক্ষা করছে গুরু লিওনেল মেসি ও শিষ্য ইয়ামালের লড়াই দেখার জন্য। একে অপরের বিরুদ্ধে এই দুই ফুটবলার খেলবেন। বিশ্বকাপ জয়ের পাশাপাশি জোড়া কোপা আমেরিকা কাপ জিতেছেন মেসি আর ১৭ বছর বয়সী ইয়ামাল জয়ী হয়েছেন ইউরো ফুটবলে। আগামী বছর বিশ্বকাপ ফুটবলে নিজেদের সেরাটা উপহার দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। দুজনের মধ্যে আছে আরও একটা মিল। দুজনের সঙ্গে জড়িয়ে আছে বার্সেলোনা ফুটবল ক্লাবের নাম। তবে মেসি আর ইয়ামালের কখনও একসঙ্গে খেলেননি।
২০২৩ সালে যখন স্পেনের কিশোরের গায়ে বার্সেলোনার জার্সি ওঠে, ততদিনে মেসি স্পেনের ক্লাবের সঙ্গ ছেড়ে দিয়েছেন। এবার কি দুজনকে একসঙ্গে দেখার প্রত্যাশা পূরণ হতে চলেছে? দুই মহাদেশের দুই সেরা দেশ মুখোমুখি হবে ফিনালিসিমায়। আগামী বছরের ২৭ মার্চ মুখোমুখি হতে পারেন মেসি ও ইয়ামাল। অর্থাৎ আর্জেন্টিনা বনাম স্পেনের ফিনালিসিমা। কাতারের লুসেল স্টেডিয়ামে হতে পারে এই ম্যাচ। অর্থাৎ যে স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপের ফাইনাল হয়েছিল। আর সেই বিশ্বকাপ জিতেছিলেন মেসি।
Advertisement
এখনও দুই দেশ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে সব ঠিক থাকলে প্রথমবার প্রতিদ্বন্দ্বী হিসেবে সাক্ষাৎ হবে মেসি ও ইয়ামালের। বার্সেলোনায় থাকাকালীন মেসির ‘স্নেহস্পর্শ’ পেয়েছিলেন ইয়ামাল। একেবারে ছোটবেলায় ইয়ামালকে একটা ছবি উপহার দেওয়া হয়েছিল মেসির স্নান করছেন। আগামী বছর জুন-জুলাইয় মাসে বিশ্বকাপ ফুটবল। তার আগে অবশ্যই নিজেদের প্রস্তুতিটা সেরে ফেলবেন দুই দলের ফুটবলাররা।
Advertisement
Advertisement



