• facebook
  • twitter
Tuesday, 29 April, 2025

এবারের আইপিএল শেষে ছুটি নেবেন ‘ফিনিশার’ ধোনি!

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করে পঞ্জাব। শুরুতে ব্যাটিং বিপর্যয় হলেও ওপেনার প্রিয়াংশ আর্য ৪২ বলে ১০৩ রান দলকে টেনেছেন।

ফাইল ছবি

চেন্নাই— ভারতীয় ক্রিকেটে একটা সময় মহেন্দ্র সিং ধোনিকে বলা হত ফিনিশার। এমনকি তাঁর ব্যাট থেকে বড় রানও এসেছে। কখনও তিনি ঝোড়ো ব্যাটিং করেছেন, আবার কখনও নিজেকে এমনভাবে প্রকাশ করেছেন, যাতে দলে জয়ের পথটা সহজ হয়ে যায়। ভারতীয় ক্রিকেটে আইপিএল এখন বিনোদনের পরিচয় থাকলেও, টাকার খেলায় অনেক ক্রিকেটাররাই বিভিন্ন দলে যোগ দিয়েছেন। তবে অনেকে আবার মেগা নিলামে একদল ছেড়ে অন্য দলে নাম লিখিয়ে অর্থের অঙ্কটা বাড়িয়ে নিয়েছেন। তবে, বিরাট কোহলি যেমন কোনও দল পরিবর্তন করেননি, আবার ধোনিও দীর্ঘদিন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে চলেছেন। মাঝে চেন্নাই দল সাসপেন্ড হওয়াতে তখন তিনি দল বদল করেছিলেন। ধোনি চেন্নাই দলের বড় ভরসার নাম। কিন্তু এবারে ধোনি যে ফর্মে নেই, তা বোঝাই যাচ্ছে। এমনকি ধোনি নবম উইকেটে খেলতেও এসেছেন। এই নিয়ে প্রশ্ন উঠছে। আবার অনেক সময় তাঁর ফিটনেস নিয়েও কথা উঠেছে। তবুও এবারে গ্লাভস হাতে তিনি যে ভূমিকা পালন করছেন, তা অনেককে ভাবাবে। ৪৩ বছর বয়সে ধোনি ঝাঁপিয়ে পড়ে যে ক্যাচ তুলে নিচ্ছেন বা বিদ্যুৎ গতিতে বল পেয়েই স্ট্যাম্প করছেন, সেটা কিন্তু দেখার বিষয়। ইতিমধ্যেই তিনি আইপিএল ক্রিকেটে রেকর্ড গড়ে ফেলেছেন।

পঞ্জাব কিংসের ইনিংসের অষ্টম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বল নেহাল ওয়াধেরার ব্যাটের কানায় লাগে। পিছনে দাঁড়িয়ে থাকা অশ্বিন ক্যাচ ধরেন। এটি আইপিএলে অশ্বিনের ১৫০তম ক্যাচ। আইপিএলের ইতিহাসে ধোনিই একমাত্র উইকেটরক্ষক, যিনি ১৫০টি ক্যাচ ধরেছেন। তাঁর পরে রয়েছেন দীনেশ কার্তিক। ১৩৭টি ক্যাচ ধরেছেন তিনি।

চলতি মরসুমে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ধোনির অসাধারণ স্টাম্পিং দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। মুম্বইয়ের সূর্যকুমার যাদবকে মাত্র ০.১২ সেকেন্ড স্টাম্প করেছেন ধোনি। পরের ম্যাচে বেঙ্গালুরুর ফিল সল্টকে তিনি স্টাম্প করেন ০.০৯ সেকেন্ড। এই বয়সেও তাঁর দ্রুততা দেখে অবাক হতে হয়। সেই দৃশ্য দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। এ বার আরও একটি রেকর্ড গড়লেন তিনি।

ব্যাট হাতেও দলকে জেতানোর চেষ্টা করেছেন ধোনি। শেষ দিকে নেমে ১২ বলে ২৭ রান করেন। মেরেছেন একটি চার ও তিনটি ছক্কা। চেন্নাইয়ের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে দ্রুত রান করেছেন ৪৩ বছরের ধোনিই। তার পরেও হারের ধাক্কা খেয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করে পঞ্জাব। শুরুতে ব্যাটিং বিপর্যয় হলেও ওপেনার প্রিয়াংশ আর্য ৪২ বলে ১০৩ রান দলকে টেনেছেন। শশাঙ্ক সিং ৩৬ বলে ৫২ ও মার্কো জানসেন ১৯ বলে ৩৪ রান করেছেন। জবাবে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০১ রান করেছে চেন্নাই। ডেভন কনওয়ে ৪৯ বলে ৬৯ রান করেছেন। ১৮ রানে হেরে গিয়েছে চেন্নাই। পাঁচটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে চেন্নাইয়ের। তার মধ্যে চারটি হার স্বীকার করে মাত্র ২ পয়েন্ট পেয়ে লিগ টেবলে নবম স্থানে অবস্থান করছেন ধোনিরা। ধোনি হয়তো ভাবছেন এবারের আইপিএল খেলার পরে নিজেকে মাঠ থেকে সরিয়ে নেবেন। দীর্ঘ কয়েক বছর যে দাপটটা ধোনির খেলায় ছিল, সেই খেলা এখন আর দর্শকরা উপভোগ করতে পারছেন না। তাই ক্রিকেট মাঠ ধোনির ছুটি নেওয়ার সময় হয়েছে।