লিগ-শিল্ড জয়ী মোহনবাগানকে অভিনন্দন জানালেন ফিফার প্রেসিডেন্ট

Written by SNS April 18, 2024 12:17 pm

নিজস্ব প্রতিনিধি— আইএসএল ফুটবলে লিগ ও শিল্ড জয়ের কৃতিত্ব দেখিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস৷ লিগের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি’কে উড়িয়ে দিয়ে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়৷ চ্যাম্পিয়ন হওয়ার পরেই কোচ হাবাস ও খেলোয়াড়দের অভিনন্দন জানাতে কেউই ভুল করেননি৷ সেই অভিনন্দনের জোয়ারে ভেসে গিয়েছে মোহনবাগান৷ আর এবারে ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইন্মাস্তিনো ইনস্টাগ্রামে মোহনবাগানের সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেছেন, হাবাসের দল সবুজ-মেরুন ব্রিগেডকে অভিনন্দন রইল৷ সেই লেখার ঠিক উপরেই জায়গা পেয়েছে হাবাস সহ সফল ফুটবলারদের ছবি৷ ভারতের ফুটবল নিয়ে প্রথম থেকেই আগ্রহ প্রকাশ করেছে ফিফা৷ প্রাক্তন ফিফার প্রেসিডেন্ট শ্যেফ ব্লাটার বলেছিলেন, ভারতীয় ফুটবল স্লিপিং জায়ান্ট৷ ২০০৭ সালে পয়লা বৈশাখের দিন যুবভারতী ক্রীড়াঙ্গণে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ দেখেছিলেন ব্লাটার৷ মোহনবাগানের পাশাপাশি বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হওয়ার জন্য বেয়ার লেভারকুশেনকেও অভিনন্দন জানিয়েছেন ফিফার প্রেসিডেন্ট৷ এদিকে আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোহনবাগানকে অভিনন্দন জানিয়েছেন৷ এই সবুজ মেরুন দলে রয়েছেন পেত্রাতোস, কামিন্স এবং ব্রেন্ডন হ্যামিল৷ ভারত সেরা দলের স্বীকৃতি পেয়েছিল গতবারের আইএসএল ফুটবলে৷ এদিকে চলতি মরশুমে কোচ হাবাসের পাখির চোখ আইএসএলে চ্যাম্পিয়ন হওয়া৷

এদিকে তিনদিনের বিশ্রাম পেয়েছেন মোহনবাগানের ফুটবলাররা৷ যুবভারতী ক্রীড়াঙ্গণে মুম্বই সিটিকে ২-১ গোলে হারিয়ে লিগ-শিল্ড জয় করা মোহনবাগান এখন কোচ হাবাসের একটাই কথা, ভারত সেরা হতে হবে৷ এটা মনে রাখতে হবে এখন নকআউট খেলা বাকি রয়েছে৷ আত্মতুষ্টিতে সময় কাটালে চলবে না৷ মোহনবাগানকে খেলতে হবে সেমিফাইনাল ম্যাচ হোম ও অ্যাওয়ে ভিত্তিতে৷ প্রথমে ঘরের মাঠে তারপরে ঘরের মাঠেই ফাইনালের টিকিট তুলে নিতে হবে৷ এটাই আমাদের অঙ্গীকার৷ ফাইনাল ম্যাচ ৪ মে৷ দু’টি ম্যাচ জিতলেই মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হবে পরপর দু’বছর৷ ভিনরাজ্যের ফুটবলাররা দেশের বাড়িতে যেতে চেয়েছিলেন৷ এই কথা শোনার পরেই কোচ হাবাস এই প্রস্তাব বাতিল করে দিয়েছেন৷ তিনি বলেছেন, এখন আমাদের ফোকাস হল আইএসএল ফুটবলের ফাইনাল ম্যাচ৷ যদি লিগ-শিল্ড জয়ের পরে আইএসএল খেতাব জিততে না পারি, তাহলে সেটা হবে খুবই লজ্জার বিষয়৷ তাই সতর্ক করে দিয়েছেন দেশি-বিদেশি তারকাদের৷