• facebook
  • twitter
Friday, 19 December, 2025

সকলের নজর এখন শুধু সেরেনার দিকে  

এক বছর বাদে আবারও টেনিসের আসরে কামব্যাক করছেন "সুপার মম" সেরেনা উইলিয়ামস। বারো মাস তিনি টেনিস এর সাথে যুক্ত ছিলেন না। তার বর্তমান টেনিস রাঙ্কিং ১,২০৪।

এক বছর বাদে আবারও টেনিসের আসরে কামব্যাক করছেন “সুপার মম” সেরেনা উইলিয়ামস। বারো মাস তিনি টেনিস এর সাথে যুক্ত ছিলেন না। তার বর্তমান টেনিস রাঙ্কিং ১,২০৪।

সাত বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস আবারো কামব্যাক করছেন উইম্বলডন টেনিসের আসরে।

Advertisement

এখানে খেলতে নেবে তিনি কি তাঁর পুরানো ম্যাজিক দেখাতে পারবেন। এটাই এখন সকলের কাছে প্রধান প্রশ্ন!

Advertisement

যদি তিনি উইম্বলডন খেতাব হাতে তুলে নিতে পারেন তাহলে চব্বিশটি গ্র্যান্ড স্লাম খেতাব জয়ের রেকর্ড স্পর্শ করবেন। তিন মাস বাদেই তিনি ৪১তম জন্মদিন পালন করবেন।

এই ব্যাপারে বলতে গিয়ে সেরেনা জানিয়েছেন, লক্ষ্যটা আমি স্থির করে ফেলেছি। এখন শুধু আসরে নামার জন্য ছটফট করছি।

তার জন্য প্রস্তুতি নিচ্ছি এক বছর খেলিনি বলে কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আমাকে।

কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ যে আমি কামব্যাক টা ভালো করে করব । পরিশ্রম করছি সেই জন্য সারাদিন কোথাও যেন ভুল ত্রুটি না থেকে যায়।

বড় প্রতিযোগিতার আসরে সবসময় লড়াইটা হয় কঠিন। এখন অনেক ভালো ভালো খেলোয়াড় উঠে এসেছেন। সেখানে তাদের সাথে লড়াইট বেশ চ্যালেঞ্জিং হবে। সেই কথাটা মাথায় রেখে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি।

Advertisement