• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দিল্লি ক্যাপিটালসে যোগ দিলেন ইংল্যান্ডের কোচ ম্যাথু মট

সহকারী কোচ

ফাইল চিত্র

দীর্ঘদিন ধরে দিল্লি ক্যাপিটালসের কে কোচ হবেন, তা নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত আসন্ন আইপিএল ক্রিকেটে ভালো ফলাফলের লক্ষ্যে দিল্লি ক্যাপিটালসে যোগ দিলেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো কোচ ম্যাথু মট। অবশ্য তিনি দিল্লির হয়ে সহকারী কোচ হিসেবে কাজ করবেন। এখানে উল্লেখ করা যেতে পারে, তাঁর কোচিংয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড দল। অবশ্য গত বছর অক্টোবর মাসে হেমাঙ্গ বাদানিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে দিল্লি ক্যাপিটালস। ইতিমধ্যেই বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন মুনাফ প্যাটেল। এবার সহকারী কোচ হিসেবে যোগ দিলেন ম্যাথু মট। গত জুন মাসে ইংল্যান্ডের সাদা বলের কোচের পদ থেকে সরে দাঁড়ান। তারপরে তিনি সহকারি কোচ হিসেবে যোগ দিয়েছিলেন সিডনি সিক্সারে।

ক্রিকেট কোচ হিসেবে ম্যাথু মটের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। টানা সাত বছর অস্ট্রেলিয়ার মহিলা দলের কোচ ছিলেন। তাঁর কোচিংয়ে অস্ট্রেলিয়া দু’বার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একবার মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিলেন। চারবার মহিলাদের অ্যাশেজ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। আইপিএল ক্রিকেটে কোচিং করার অভিজ্ঞতা অবশ্যই দিল্লি দলকে সমৃদ্ধ করবে।

Advertisement

অবশ্য এর আগে আইপিএলে কোচিং করার অভিজ্ঞতা রয়েছে ম্যাথুর। এর আগে ২০০৮ ও ২০০৯ সালে তিনি কলকাতা নাইট রাইডার্স দলের সহকারী কোচ ছিলেন। আর সেইসময় কলকাতা দলের কোচ ছিলেন জন বুকানন ও অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি। প্রথম চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাথু মটের কোচিংয়েই চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়ার নিউ সাউথওয়েলস। এছাড়াও ২০১৫ সালে একদিনের বিশ্বকাপে আয়ারল্যান্ড ও ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২২ সালে তিনি ইংল্যান্ডের কোচ হয়েছিলেন সাদা বলের ক্রিকেটে। আর সে বছরই ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়।

Advertisement

Advertisement