• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইডেনের নায়ক হারমার মনে করছেন স্পোর্টিং উইকেট চাইবে ভারত

জয়ের উদ্‌যাপন নিয়ে হারমার বলেছেন, ‘আমরা একটা দারুণ হোটেলে ছিলাম। আমার মতে এই ধরনের জয় উদ্‌যাপন করা প্রয়োজন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগেই সতর্ক দক্ষিণ আফ্রিকা শিবিরের খেলোয়াড়রা। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ে উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা। ইডেনে জয়ের পর হোটেলে উৎসব করলেও আনন্দে ভেসে যেতে চাইছেন না টেম্বা বাভুমারা।

জয়ের উদ্‌যাপন নিয়ে হারমার বলেছেন, ‘আমরা একটা দারুণ হোটেলে ছিলাম। আমার মতে এই ধরনের জয় উদ্‌যাপন করা প্রয়োজন। বিশেষ করে ভারতের মাটিতে ১৫ বছর পরে জয়ের পর উদ্‌যাপন তো হবেই। ভারত যে কোনও দিন চেনা মেজাজে ফিরতে পারে। দলের সিনিয়রেরা সকলেই আমাদের এই জয়ের প্রশংসা করেছেন। দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে খামতি রাখতে চান না আত্মবিশ্বাসী হারমারেরা। প্রোটিয়া স্পিনার বলেছেন, ভারত নিশ্চয়ই মরিয়া হয়ে লড়াই করবে। আগুনে মেজাজ নিয়ে মাঠে নামবে। ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে চাইবে।

Advertisement

গুয়াহাটিতে কেমন পিচ? হারমার বলেছেন, ‘গুয়াহাটিতে ভারতও আগে কখনও টেস্ট খেলেনি। তাই ওরাও জানে না, ঠিক কেমন পিচ হবে। ওদের দলে বিশ্বের সেরা টেস্ট বোলার রয়েছে। ফলে ওরা এমন পিচ চাইবে না যেখানে তৃতীয় দিন থেকে ও কোনও সাহায্য পাবে না। ওরা ওকে যতটা সম্ভব বেশি ব্যবহার করতে চাইবে। হতে পারে পিচ জোরে বোলারদের সাহায্য করবে। ঠিক কী হবে, বলা কঠিন। ওদের ম্যাচটা জিততেই হবে। এমন পরিস্থিতিতে ভারত অবশ্যই এমন পিচ চাইবে যাতে তারা স্বচ্ছন্দে ব্যাট ও বল করতে পারবে। এ বারের সফরে ২০১৫ সালের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন ৩৬ বছরের প্রোটিয়া স্পিনার। ইডেনে দু’ইনিংসেই ৪ উইকেট পেয়েছেন হারমার।

Advertisement

আশা করছেন, গুয়াহাটিতেও সাফল্য তুলে আনতে।

Advertisement