• facebook
  • twitter
Wednesday, 14 January, 2026

প্রস্তুতি ম্যাচে জিতল ইস্টবেঙ্গল

বেশকিছু সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় বাংলা দল। ম্যাচ হারলেও দলের খেলায় যথেষ্ট সন্তুষ্ট বাংলা দলের কোচ সঞ্জয় সেন।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের আইএসএল। তার আগে দলের ফুটবলারদের ফিটনেস দেখে নিতে বাংলার সন্তোষ ট্রফি দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেললো ইস্টবেঙ্গল। মঙ্গলবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে এই ম্যাচে বাংলা দলকে ৪-০ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে গোলগুলি করেন ডেভিড, মহেশ, বিষ্ণু ও এডমুন্ড। খেলা শুরুর ১০ মিনিটের মধ্যেই অস্কার ব্রুজোর দলকে এগিয়ে দেন ডেভিড লালহানসাঙ্গা। এই ম্যাচে বেশ নজর কাড়লেন মণিপুরের এই স্ট্রাইকার। ডেভিডের করা গোলে প্রথমার্ধের ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। বিরতির পরেও দাপট দেখতে থাকে ইস্টবেঙ্গল। খেলার এই পর্বে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন মহেশ। পরিবর্ত হিসেবে নেমে এই ম্যাচে গোল পেলেন পি ভি বিষ্ণু। খেলার একেবারে শেষলগ্নে পেনাল্টি থেকে চতুর্থ গোলটি করেন এডমুন্ড।

এদিন মূলত, প্রথম একাদশের সব খেলোয়াড়দেরই ঘুরিয়ে-ফিরিয়ে দেখে নিয়েছেন লাল-হলুদ কোচ। তবে, চোট থাকায় এই ম্যাচে খেলেননি ডিফেন্ডার আনোয়ার আলি। যদিও, পরিবর্ত হিসেবে কিছু সময়ের জন্য মাঠে নেমেছিলেন নন্দকুমার। শেষের দিকে গোলরক্ষক প্রভসুখান গিলকে তুলে সদ্য যোগ দেওয়া আরিয়ানকেও দেখে নেন অস্কার।

Advertisement

অন্যদিকে, বেশকিছু সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় বাংলা দল। ম্যাচ হারলেও দলের খেলায় যথেষ্ট সন্তুষ্ট বাংলা দলের কোচ সঞ্জয় সেন। জানালেন, ছেলেরা হয়তো কিছু ভুল করেছে। সেটা আগামী দিনগুলিতে অনুশীলনের মাধ্যমে তা শুধরে নেওয়া যাবে বলেই আশাবাদী তিনি। সঞ্জয় আরও বলেন, ছেলেরা বেশকিছু ভালো গোলের সুযোগ পেয়েছিল। তা কাজে লাগাতে পারলে খেলার ফলাফল অন্যরকম হতে পারতো বলেই মনে করছেন বাংলার কোচ।

Advertisement

Advertisement