এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আজ ফের মাঠে নামছে ইস্টবেঙ্গল মহিলা দল। গ্রুপের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ চীনের শক্তিশালী দল উহান জিয়াংদা ডব্লিউএফসি। চাইনিজ উইমেন্স সুপার লিগ পাঁচবারের বিজয়ী তারা। পাশাপাশি, গত মরসুমে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সংস্করণে তারাই খেতাব জিতেছে। তার ওপর, ঘরের মাঠে খেলার একটা বাড়তি সুবিধা তো রয়েছেই। সবমিলিয়ে, এই ম্যাচে লড়াইটা খুব একটা সহজ হবে না অ্যান্থনি অ্যান্ড্রুজের দলের জন্য। তবে, প্রথম ম্যাচে ইরানের শক্তিশালী দল বাম খাতুন এফসিকে ৩-১ গোলে সহজেই হারিয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাসী লাল-হলুদ ব্রিগেড। দ্বিতীয় ম্যাচে সেই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে শক্তিশালী জিয়াংদার বিরুদ্ধে জয় তুলে নিতে মরিয়া তারা।
এই প্রসঙ্গে বলা যায়, গ্রুপের প্রথম ম্যাচে উজবেকিস্তানের দল পিএফসি নাসাফের বিরুদ্ধে ড্র করে কিছুটা হলেও চাপে রয়েছে জিয়াংদা। তাই, পরবর্তী রাউন্ডে যেতে গেলে এই ম্যাচে জেতা ছাড়া আর কোনও উপায় নেই তাদের। সেজন্য, তারা যে এই ম্যাচে একটা মরিয়া লড়াই চালাবে, তা বলাই বাহুল্য। তার উপর চীনের প্রবল ঠাণ্ডা তো রয়েছেই। ফলে, স্বাভাবিকভাবেই দ্বিতীয় ম্যাচে লড়াইটা খুব একটা সহজ হবে না অ্যান্থনি অ্যান্ড্রুজের দলের জন্য। যা নিয়ে কিছুটা হলেও চিন্তিত অ্যান্থনি নিজেও।
Advertisement
যদিও, এইগুলোকে অজুহাত হিসেবে দেখতে চান না তিনি। বাম খাতুনের বিরুদ্ধে প্রথম ম্যাচ জেতায় দলের আত্মবিশ্বাস কিছুটা হলেও বেড়েছে। দ্বিতীয় ম্যাচে সেটাকেই কাজে লাগিয়ে জয় তুলে নিতে মরিয়া তিনি। তবে, শক্তিশালী জিয়াংদার বিরুদ্ধে নামার আগে কিছুটা হলেও সতর্ক তিনি। খেলোয়াড়দেরও বিষয়টা নিয়ে বারবার সতর্ক করেছেন তিনি। আপাতত দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে একম্যাচ বাকি থাকতেই দলকে নক আউটের ছাড়পত্র আদায় করে নিতে
বদ্ধপরিকর অ্যান্থনি।
Advertisement
Advertisement



