শক্তিশালী দল গঠনে তৎপর ইস্টবেঙ্গল

Written by SNS May 7, 2024 12:47 pm

নিজস্ব প্রতিনিধি— এবারেও ব্যর্থ হয়েছে আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল৷ প্রথম দিকে ভালো খেললেও পরবর্তী সময়ে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স সেইভাবে চোখে পড়েনি৷ যার ফলে এবারের মরশুমেও সেইভাবে চোখে পড়ল না ইস্টবেঙ্গলের খেলা৷ ২২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ইস্টবেঙ্গলের স্থান হয় নবম৷ মাত্র ছ’টি ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল৷ আর ১০টি ম্যাচে হেরে মুখ থুবড়ে পড়েছে তারা৷ আর বাকি ছ’টি ম্যাচে কোনও ফলাফল হয়নি৷ আচমকা ভালো শুরু করেও কোচ কার্লোস কুয়াদ্রাত নিজেকে প্রকাশ করতে পারেননি৷ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে মোহনবাগান যেভাবে দল গঠন করছে, সেই জায়গা থেকে অনেকটা পিছিয়ে থেকে দল গঠনের দিকে নজর দেয় ইস্টবেঙ্গল৷ এবারেও কি এমনই পরিস্থিতির মুখে পড়তে হবে ইস্টবেঙ্গলকে? এই ভাবনাতেই ক্লাব কর্মকর্তারা বিনিয়োগকারী সস্থার সঙ্গে এখনই কথা বলে নিতে চাইছেন৷ তাই আগামী বৃহস্পতিবার আলোচনার মধ্য দিয়ে দুই পক্ষ একটা রূপরেখা তৈরি করতে চাইছে৷ যে সমস্ত খেলোয়াড়রা ইতিমধ্যেই ভালো খেলে নজর কেড়েছেন, তাঁদের দিকে ঝাঁপানোর চেষ্টা করা হবে বলে মনে করা হচ্ছে৷

তবে বর্তমান খেলোয়াড়দের মধ্যে কাকে রাখা হবে, তা এখনও স্পষ্ট করা হয়নি৷ তবে, তিন বিদেশি ফুটবলারকে রাখা হবে, তা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে৷ এঁরা হলেন হিজাজি মাহের, সাউল ক্রেসপো ও ক্লেটন সিলভা৷ বাদ যাচ্ছেন আলেকজান্ডার প্যানটিচ৷ পাঞ্জাবের তারকা মাদিহো সালাঙ্কেকে নেওয়া হচ্ছে৷ কেরলের গ্রীক তারকা দিমিত্রিয়স নেওয়ার ব্যাপারেও সবুজ সংকেত পাওয়া গিয়েছে৷ কোচ কুয়াদ্রাতের কথা মতো দল গঠন করা হচ্ছে বলে জানা গিয়েছে৷ ইস্টবেঙ্গল ক্লাব অস্ট্রেলিয়ার তারকা দিমিত্রির সঙ্গেও কথা বলেছে৷ পাশাপাশি মোহনবাগানও তাঁর সঙ্গে কথা বলেছে৷ কিন্ত্ত এখনও পর্যন্ত দিমিত্রিকে অস্ট্রেলিয়ার ক্লাব নো অবজেকশন ছাড়পত্র দেয়নি৷ ইস্টবেঙ্গল ক্লাব এবারে সুপার কাপ জয়ের পরে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টায়ার-টু টুর্নামেন্টে খেলবে৷ তাই ইস্টবেঙ্গল তারকা ফুটবলারদের নিয়ে দল করতে চাইছে৷ বিনিয়োগকারী সংস্থা জানিয়ে দিয়েছে, দল গঠনের জন্য অর্থের অভাব হবে না৷

অন্যদিকে জেশন কামিন্স ও দিমিত্রি পেত্রাতোসের পরে মোহনবাগানের জার্সিতে অস্ট্রেলিয়ার এক তারকা ফুটবলার জ্যামি ম্যাকলারেনকে দেখতে পাওয়া যেতে পারে৷ দলের হেড কোচ লোপেস হাবাস এখন থেকেই আগামী মরশুমের জন্য শক্তিশালী দল গঠনের জন্য কাজ শুরু করে দিয়েছেন৷ এখানে উল্লেখ করা যেতে পারে, ম্যাকালারেনের সঙ্গে মুম্বই সিটি এফসি দলও যোগাযোগ রেখে চলেছে৷ সেই কারণে শেষ পর্যন্ত কোন দলে তিনি খেলবেন, তা নিয়ে সমীক্ষা চলছে৷