• facebook
  • twitter
Saturday, 24 January, 2026

সাফল্যের কৃতিত্ব হার্দিককে দিলেন দুবে

বুধবার আমিরশাহির বিরুদ্ধে বল হাতে তিন উইকেট নিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই এই পারফরম্যান্সের পর নতুন করে চর্চায় উঠে এসেছেন দুবে।

আইপিএলের আকাশে এতদিন তিনি ছিলেন মেঘে ঢাকা তারা। তাঁর দল আইপিএল খেতাব জিতলেও খুব একটা প্রচারের আলোয় আসেননি অলরাউন্ডার শিবম দুবে। বুধবার আমিরশাহির বিরুদ্ধে বল হাতে তিন উইকেট নিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই এই পারফরম্যান্সের পর নতুন করে চর্চায় উঠে এসেছেন দুবে। যদিও, নিজের এই সাফল্যের কৃতিত্ব হার্দিক পান্ডিয়াকে দিলেন তিনি। জানালেন, হার্দিক তাঁর বড় ভাইয়ের মতো। যেকোনও সময়ে হার্দিক সবসময় তাঁকে সাহায্য করে।

ম্যাচ শেষে শিবম বলেন, হার্দিক পান্ডিয়া তাঁর জীবনের প্রধান আদর্শ। সবসময় ভারতীয় এই অলরাউন্ডারের থেকে শিখতে চান তিনি। তাঁর মতে, হার্দিকের আন্তর্জাতিক অভিজ্ঞতা প্রচুর। সেজন্যে তিনি সবসময় হার্দিককে প্রশ্ন করতেই থাকেন। এমনকী ব্যাটিং নিয়েও নানান প্রশ্ন করেন বলে এদিন জানালেন শিবম। এরপরেই শিবমের সংযোজন তিনি শুধু পান্ডিয়ার পাশে খেলতে চান। তাঁর থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আরও উন্নতি করতে চান।

Advertisement

তবে, শুধু পান্ডিয়া একা নন, এই সাফল্যের কৃতিত্ব তিনি দিতে চান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকেও। আসলে, অলরাউন্ডার হলেও টি-২০ তে জাতীয় দলের হয়ে তাঁকে বেশি বল করতে দেখা যায়নি। কিন্তু গৌতম গম্ভীর হেড কোচ হওয়ার পর থেকে বল করার সুযোগ পান। এই প্রসঙ্গে ভারতীয় অলরাউন্ডার জানান, সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচের আগেই তাঁকে কোচ এবং অধিনায়ক বল করার কথা জানিয়ে দেন। সেইমতো তিনি প্রস্তুতিও নিতে শুরু করেন। সেইসময় তাঁকে বিশেষ সাহায্য করেছিলেন গম্ভীর।

Advertisement

পাশাপাশি, বোলিং কোচকেও আলাদাভাবে ধন্যবাদ জানালেন তিনি। তাঁর ওপর এই বিশ্বাস রাখার জন্য কোচ -সাপোর্ট স্টাফদের বিশেষ ধন্যবাদ জানাতেও ভুললেন না শিবম।

Advertisement