• facebook
  • twitter
Sunday, 20 July, 2025

বুমরাকে দ্বিতীয় টেস্টে বাদ দিলে, তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে : শাস্ত্রী

ভারতের প্রাক্তন অধিনায়ক রবি শাস্ত্রী মনে করছেন, বুমরা নিজেই দ্বিতীয় টেস্টে বিশ্রাম চাইবেন। আবার লর্ডসের মাঠে হয়তো বুমরা খেলবেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতের হার কোনও ভাবেই মেনে নিতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। যে টেস্টে ভারতীয় দলের খেলোয়াড়রা পাঁচটি শতরান উপহার দিয়েছেন, সেই দল এইভাবে প্রতিপক্ষ ইংল্যান্ডের কাছে হেরে যাবে, তা কল্পনার অতীত। আর এই হারের জন্য বিশেষ করে দায়ী করা হয়েছে ভারতীয় দলের বোলারদের। কোচ গৌতম গম্ভীর নিজেও মেনে নিয়েছেন ২০টি উইকেট নিতে না পারার জন্যই এই হার ভারতের। ম্যাচ হেরে যাওয়ার পরে কোচ গৌতম গম্ভীর সেইভাবে দল গঠনে বিশেষ পদক্ষেপ নেবেন কিনা দ্বিতীয় টেস্টের জন্য, তা জানা যায়নি। তবে বিশ্বস্ত সূত্রে খবর, দ্বিতীয় টেস্টে বার্মিংহামে খুব সম্ভবত ভারতীয় দলের সেরা বোলার যশপ্রীত বুমরাকে নাও রাখা হতে পারে। অবশ্য খেলা শুরু হওয়ার আগে বুমরা বলে দিয়েছিলেন, তাঁর পক্ষে পাঁচটি টেস্ট ম্যাচ খেলা সম্ভব হবে না। সেই ভাবনাতেই কোচ গম্ভীর এগিয়ে চলেছেন। সত্যিই যদি দ্বিতীয় টেস্টে বুমরাকে না দেখা যায়, তাহলে ভারতীয় দলের কাছে বিপদের কারণ হতে পারে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে বুমরা পাঁচটি উইকেট নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না পেলেও বল খারাপ করেননি।

তাই ভারতের প্রাক্তন অধিনায়ক রবি শাস্ত্রী মনে করছেন, বুমরা নিজেই দ্বিতীয় টেস্টে বিশ্রাম চাইবেন। আবার লর্ডসের মাঠে হয়তো বুমরা খেলবেন। তাই দ্বিতীয় টেস্টে বুমরাকে বিশ্রাম দিলে সঠিক সিদ্ধান্ত হবে না। আর বুমরা না খেললে ভারতকে আবার হারের মুখে পড়তে হবে। এমনই বিপর্যয়ের কথা বলে রবি শাস্ত্রী আরও বলেন, যেখানে জেতার জন্য ভারতীয় দল চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে, সেখানে বুমরাকে বাদ দিয়ে দল গঠন করলে পিছিয়ে পড়তে হবে। তবে গৌতম গম্ভীর বলেছেন, আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে পিছু পিছু ছুটে চলেছি। তাই আক্রমণাত্মক খেলা খেলে প্রতিপক্ষ দলকে আঘাত হানতে হবে। এই পরিপ্রেক্ষিতে রবি শাস্ত্রী বলেন, ভারতকে বুঝতে হবে ইংল্যান্ড যখন আক্রমণ শানাচ্ছে, তখন আমরা কিন্তু কেমন দুর্বল হয়ে পড়ছি। এটা হলে চলবে না। পাল্টা আক্রমণে যেতে হবে। আর সেজন্যই বুমরাকে খুব প্রয়োজন। হেডিংলের উইকেটে প্রথম টেস্টে বুমরা ছাড়া সেইভাবে দুরন্ত পারফরম্যান্স দেখাতে পারেননি ভারতের অন্য বোলাররা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের পাঁচটি উইকেট বুমরার হাতের জাদুতেই ভেঙে পড়েছিল। আর অন্যরা দু’টি ইনিংস মিলিয়েও পাঁচটি উইকেট পাননি। তাতেই বোঝা যাচ্ছে অন্যদের অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই। সেই কারণেই চাইব, দ্বিতীয় টেস্টে অবশ্যই বুমরাকে নিয়ে প্রথম একাদশের দল তৈরি করা। এককথায় বলা যায়, দ্বিতীয় টেস্টে বুমরাকে বিশ্রাম দেওয়ার অর্থ আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া।

যেহেতু যশপ্রীত বুমরা বলেছেন, তিনি তিনটি টেস্ট ম্যাচ খেলবেন, তাহলে প্রশ্ন উঠেছে কোন তিনটি ম্যাচ তিনি খেলবেন? দ্বিতীয় টেস্ট ম্যাচে না বিশ্রাম নিয়ে বুমরাকে পরপর তিনটি ম্যাচ খেলানো উচিত। এই ভাবনার কথা বলে রবি শাস্ত্রী বলেছেন, দ্বিতীয় টেস্টে বুমরা ছাড়া দল যদি ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে এবং হেরে যায়, তাহলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস একেবারেই তলানিতে গিয়ে পৌঁছে যাবে। এটা অবশ্যই মনে রাখতে হবে, তরুণ ব্রিগেড নিয়ে ভারতীয় দল গঠন করা হয়েছে। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে না পারলে, তৃতীয় টেস্টেও হারের অশনি সংকেত উঁকি দিতে পারে।