• facebook
  • twitter
Tuesday, 15 July, 2025

সেমিফাইনালে সিনারের মুখোমুখি জোকোভিচ

এই নিয়ে লাল সুরকির কোর্টে টানা ন’টি ম্যাচ জিতলেন তিনি। ম্যাচ শেষে জোকোভিচ জানান, ‘শেষ গেমে আমার কৌশল ছিল শুধুই ড্রপ শট খেলা।

ফাইল চিত্র

প্রত্যাশা মতোই ফরাসি ওপেনের শেষ চারে পৌঁছালেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। বুধবার রাতে শেষ আটের লড়াইয়ে আলেকজান্ডার জ়েরেভকে হারালেন তিনি। ম্যাচের ফল তারপক্ষে ৪-৬, ৬-৩, ৬-২, ৬-৪। এর ফলে, সেমিফাইনালে তিনি মুখোমুখি হবেন বর্তমানে বিশ্বের একনম্বর টেনিস তারকা ইয়ানিক সিনারের।

নিজের ২৫ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জেতার লক্ষ্যে এবারের ফরাসি ওপেনে খেলতে নেমেছেন তিনি। চলতি টুর্নামেন্টের অন্যান্য ম্যাচের মতোই কোয়ার্টার ফাইনালেও দারুন ছন্দে ছিলেন সার্বিয়ান এই তারকা। এদিন, জেরেভের বিরুদ্ধে ম্যাচে বেশ বৈচিত্র দেখা গেল তার খেলার ধরনে। এই জয়ের ফলে ক্যারিয়ারের ৫১ নম্বর গ্রান্ড স্ল্যাম সেমিফাইনালে পৌঁছালেন তিনি। শুধু তাই নয়, এই নিয়ে লাল সুরকির কোর্টে টানা ন’টি ম্যাচ জিতলেন তিনি। ম্যাচ শেষে জোকোভিচ জানান, ‘শেষ গেমে আমার কৌশল ছিল শুধুই ড্রপ শট খেলা।’

এই ম্যাচের শেষদিকে বেশকিছু ড্রপ শট খেলতে দেখা যায় তাকে। আসলে, এদিন জেরেভের বেসলাইনের জবাব দিতে এই ড্রপ শটকেই হাতিয়ার করেছিলেন তিনি। ম্যাচে তার সেই কৌশল বেশ ভালোভাবেই কাজে এসেছে। অন্যদিকে, ফরাসি ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন মহিলাদের দ্বিতীয় বাছাই কোকো গফ। তবে, কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল মহিলাদের ষষ্ঠ বাছাই মিরা আন্দ্রিভাকে। চলতি ফরাসি ওপেনে দুরন্ত ছন্দে থাকা ২২ বছরের লোইস বোইসনের কাছে হারলেন তিনি।