প্রতিযােগিতায় টিকে থাকার লড়াইতে আজ ওয়ার্নারদের বিরুদ্ধে জয় তুলে নিতে মরিয়া ধােনিরা

আজ দুই দল লড়াইতে নামবে। দু’টি দল গত ম্যাচে হার স্বীকার করেছে, সেখানে বাকফুটে থাকা দুই দল কীভাবে কামব্যাক করতে পারে আজকের ম্যাচে সেটাই দেখার।

Written by SNS Dubai | October 13, 2020 2:08 am

মহেন্দ্র সিং ধোনি (File Photo: Dibyangshu Sarkar/AFP) ডেভিড ওয়ার্নার(GETTYOUT------ / AFP PHOTO / NOAH SEELAM )

আজ মহেন্দ্র সিং ধােনির দল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গ্রুপের অষ্টম খেলায় খেলতে নামছে। আপাতত সাত ম্যাচ খেলে ধােনির চেন্নাই সুপার কিংস দলের অবস্থা কিছু নিম্নমানের। পয়েন্ট টেবলে ধােনিদের স্থান রয়েছে সপ্তম স্থানে মাত্র দু’টি ম্যাচে জয় তুলে নিয়ে। সেখানে আজ হায়দরাবাদের বিরুদ্ধে যদি না অষ্টম ম্যাচে ধােনিরা জয় তুলে নিতে পারে তা হলে প্রতিযােগিতা থেকে প্রায় ছিটকে যেতে হবে অর্থাৎ এবছর প্লে-অফে খেলার ছাড়পত্র পাবে না ধােনিরা তা আগাম বলা যায়।

এদিকে সানরাইজার্স হায়দরাবাদ দলও অষ্টম ম্যাচ খেলতে নামছে। সাত ম্যাচে তিনটিতে জয় তুলে নিয়ে ষষ্ঠস্থানে রয়েছে। সেখানে রবিবার সানরাইজার্স হায়দরাবাদকে পরাজিত হতে হয়েছে রাজস্থান রয়্যালসের কাছে। সেখানে সেই হারের ধাক্কা সামলে নিয়ে ওয়ার্নাররা কতটা ভালাে পারফরমেন্স করে দেখিয়ে আবারও জয়ের প্রবাহে ফিরতে পারে সেটাই দেখার।

কারণ দেখতে দেখতে প্রতিযােগিতা গড়িয়ে চলেছে । সেখানে অর্ধেক ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাই এবারে আর কোনও ভুলত্রুটি করলে চলবে না। এবারে ম্যাচে হার মানেই প্রতিযােগিতা থেকে ছিটকে যাওয়া । তাই সেই কথাটা মাথায় রেখেই আজ দুই দল লড়াইতে নামবে সেটা আগাম বলা যায়। দু’টি দল গত ম্যাচে হার স্বীকার করেছে, সেখানে বাকফুটে থাকা দুই দল কীভাবে কামব্যাক করতে পারে আজকের ম্যাচে সেটাই দেখার বিষয় আছে।