• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দু’টো পেনাল্টি মিস করেও, কোপা দেল রে তে জয় তুলে নিল বার্সিলােনা

দলের খারাপ ডিফেন্সের জন্য ম্যাচের অতিরিক্ত সিময়ে দুটো গােলও হজম করতে হল এবং পরাজিত হতে হল কোপা দেল রে'র শেষ ষােলাের খেলায় বার্সিলােনার কাছে (২-০) গােলে।

লিওনেল মেসি (Photo: Xinhua/Joan Gosa/IANS)

একই ম্যাচে দুটো পেনাল্টি সেভ করে তৃতীয় সারির দল কর্লিার একুশ বছর বয়সী গােলরক্ষক জুয়ান তাক লাগিয়ে দিল। পেনাল্টি বাঁচিয়ে দিতে পারলেও, দলের খারাপ ডিফেন্সের জন্য ম্যাচের অতিরিক্ত সিময়ে দুটো গােলও হজম করতে হল এবং পরাজিত হতে হল কোপা দেল রে’র শেষ ষােলাের খেলায় বার্সিলােনার কাছে (২-০) গােলে।

খেলার শুরু থেকে মেসিকে ছাড়া খেলতে নেমে বার্সিলােনার দলের ছন্নছাড়া ফুটবল খেলা দেখে রীতিমতন হতাশ হয়েছিলেন দলের সমর্থকরা। একটা তৃতীয় ডিভিশনের দলের বিরুদ্ধে এরকম মেজাজে খেলছে সেখানে দুটো অর্ধই কোনও গােল করতে না পেরে খেলা গড়িয়ে গিয়েছিল অতিরিক্ত সময়ে।

Advertisement

তবে নব্বই মিনিটে ডেম্বেল গােল করে বার্সিলােনাকে এক গােলে এগিয়ে দেন। এরপর অতিরিক্ত সময়ের একেবারে শেষমুহুর্তে ১২১ মিনিট ব্রেথওয়েট বার্সিলােনার হয়ে জয়সূচক গােলটি করে জয় এনে দিলেন (২-০) গােলে।

Advertisement

Advertisement