• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

সমালােচিত সাইনার বায়ােপিক

সাইনা নেহওয়ালের বায়ােপিকের পােস্টার মুক্তি পাওয়ার একদিনের মধ্যেই প্রবল সমালােচনার মুখে পড়ল। নেটমাধ্যমে পােস্টার দেখে রীতিমতাে হাসাহাসি করছেন অনেকে।

সাইনার বায়ােপিক মুভি পোস্টার (Photo: IANS)

সাইনা নেহওয়ালের বায়ােপিকের পােস্টার মুক্তি পাওয়ার একদিনের মধ্যেই প্রবল সমালােচনার মুখে পড়ল। নেটমাধ্যমে পােস্টার দেখে রীতিমতাে হাসাহাসি করছেন অনেকে। ট্রোল করা হয়েছে সিনেমার অভিনেত্রী পরিণীতি চোপড়াকেও।

আগামি ২৬ মার্চ মুক্তি পাচ্ছে সাইনার বায়ােপিক। আসলে ছবিটির পােস্টারে এমন কিছু দৃশ্য রয়েছে যা অনেকেই মেনে নিতে পারছেন না। তা নিয়েই হাসাহাসি চলছে। এখন বায়ােপিকটি মুক্তি পাওয়ার পর আর কি ঘটনা ঘটবে সেটাই দেখার বিষয়।

Advertisement

Advertisement

Advertisement