• facebook
  • twitter
Friday, 13 September, 2024

মাইনাস সাত ডিগ্রীতে ক্রিকেট

সেন্ট মারিজ- সবুজ ঘাসে নয়, বরফে ঢাকা মাঠে চলছে ক্রিকেট খেলা। বরফের কোলে এক টুকরো বাইশ গজ, আর তাতেই চলছে ক্রিকেটীয় মহাযুদ্ধ। চারিদিকে সবুজ ঘাসে নয় সাদা বরফ দিয়ে ঢাকা পড়ে গিয়েছে। এই বরফের আস্তরনের ওপর দিয়েই বল পৌঁছে যাচ্ছে বাউন্ডারির বাইরে। বৃহস্পতিবার সুইৎজারল্যান্ডের সেন্ট মারিজ ফ্রোজেন লেকে সেহবাগের ডায়মন্ড ইলেভেনের সঙ্গে লড়াই চলছিন শহিদ

প্রতি বছর আইস ক্রিকেট

সেন্ট মারিজ- সবুজ ঘাসে নয়, বরফে ঢাকা মাঠে চলছে ক্রিকেট খেলা। বরফের কোলে এক টুকরো বাইশ গজ, আর তাতেই চলছে ক্রিকেটীয় মহাযুদ্ধ।

চারিদিকে সবুজ ঘাসে নয় সাদা বরফ দিয়ে ঢাকা পড়ে গিয়েছে। এই বরফের আস্তরনের ওপর দিয়েই বল পৌঁছে যাচ্ছে বাউন্ডারির বাইরে।

বৃহস্পতিবার সুইৎজারল্যান্ডের সেন্ট মারিজ ফ্রোজেন লেকে সেহবাগের ডায়মন্ড ইলেভেনের সঙ্গে লড়াই চলছিন শহিদ আফ্রিদির রয়্যালস ইলেভেনের। সেই ক্রিকেট যুদ্ধের ছবি সোশ্যাল মিডিয়ায় পোষ্ট হতেই ভাইরাল হয়ে যায়।

সেহবাগ-আফ্রিদি এই আইস ক্রিকেটের লড়াই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অভিনব এই আইস ক্রিকেটের কোনও লাইভ টেলিকাস্ট বা ইন্টারনেট স্টিমিং নেই।

ট্যুইটারে সমালোচনা করতে দেখা যায় ক্রিকেট ভক্তদের। মাইনাস সাত ডিগ্রীতে খেলতে নেমে সব ক্রিকেটারই জবুথবু। আর মোটা চাদরের মত জ্যাকেট এবং হ্যান্ড গ্লাভস ও সানগ্লাস পরে প্রতিটা ক্রিকেটার লড়াই চালিয়ে যাচ্ছেন।