• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

আসানসোলে হবে ক্রিকেট একাডেমি: মলয় ঘটক

টুর্নামেন্টটি উদ্বোধন করেন রাজ্যের আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক

নিজস্ব চিত্র

টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল আসানসোলে। আসানসোল সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই খেলার আয়োজন করা হয়। ৮টি দল নিয়ে পঞ্চম বর্ষ দেবব্রত চ্যাটার্জি ও শংকর চ্যাটার্জী স্মরণে এই টুর্নামেন্ট হয়। প্রথম দিনের খেলায় সিদ্ধেশ্বরী ক্রিকেট একাডেমি ১১ রানে জয়লাভ করে, পরাজিত হয় ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব।

সিদ্ধেশ্বরী ক্রিকেট একাডেমি টসে জিতে প্রথম ব্যাট করে। তারা ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান করে। ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে কেবলমাত্র ১৪২ রান করতে পারে। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন আমজাদ খান ও সেলিম আকতার।

Advertisement

টুর্নামেন্টটি উদ্বোধন করেন রাজ্যের আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক। মন্ত্রী জানান, আসানসোলে ক্রিকেট একাডেমি খোলার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন এই নিয়ে সৌরভ গাঙ্গুলীর সঙ্গেও কথা হয়েছে। উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও মেয়র পরিষদ গুরুদাস চট্টোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মৌসুমি বোস সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন অমিত রুদ্র, সৌরভ মিত্র, অমিত সিং, বিশ্বজিৎ দাস, মানস মিত্রদের সংবর্ধনা দেওয়া হয়।

Advertisement

Advertisement