স্বামী ও স্ত্রী করােনার সঙ্গে লড়াই চালাচ্ছেন। তবে স্বামী করােনা যুদ্ধে এখনও অপরাজিত রইলেও, স্ত্রী লড়াইয়ে হার স্বীকার করলেন। রবিবার বিকাল বেলায় করােনা কেড়ে নিল ভারতীয় তারকা প্রিন্টার মিলখা সিংয়ের স্ত্রী নির্মলা কাউরের জীবন।
মিলখা সিং এখনও করােনার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে স্বামী ও স্ত্রী দু’জনেই আলাদা হাসপাতালে ভর্তি ছিলেন। পঁচাশি বছর বয়সে মিলখার স্ত্রী নির্মলাদেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রেখে গেলেন স্বামী, এক পুত্র ও তিন মেয়েকে।
Advertisement
বলে রাখা ভালাে, মিলখার স্ত্রী প্রয়াত নির্মলাদেবী ভারতীয় মহিলা ভলিবল দলের অধিনায়ক ছিলেন। পরিবারের তরফ থেকে গভীর শােকপ্রকাশ করে এই খবর জানানাে হয়েছে।
Advertisement
Advertisement



