করােনা নেগেটিভ রুনির

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ওয়েন রুনি কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলেন, কারণ তিনি তার যে বন্ধুর সঙ্গে দেখা করেছিলেন সেই বন্ধুর করােনা পজিটিভ ধরা পড়ায়।

Written by SNS London | October 20, 2020 2:46 am

ওয়েন রুনি (Photo: Twitter/@WayneRooney)

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ওয়েন রুনি কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলেন, কারণ তিনি তার যে বন্ধুর সঙ্গে দেখা করেছিলেন সেই বন্ধুর করােনা পজিটিভ ধরা পড়ায়। এরফলে চিন্তার মধ্যে প্রহর গুনছিলেন রুনি। করােনা আবহের মধ্যে কে কখন করোনায় আক্রান্ত হচ্ছেন সেটা কেউ বলে দিতে পারছে না।

বিশ্ব জুড়ে করােনা মহামারীর প্রকোপ আগের থেকে কিছুটা কমলেও, যতক্ষণ না এর কোনও নির্দিষ্ট ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে ততদিন মানুষের মনের মধ্যে থেকে করােনা আতঙ্কটা যাবে না সেটা বলে দেওয়া যায় এদিকে বন্ধুর করােনা পজিটিভ ধরা পড়ার পর রুনিও তার করােনা পরীক্ষা করিয়েছিলেন।

কারণ রুনি তার বন্ধুর সংস্পর্শে ছিলেন। সােমবার রুনির জন্য সুখবর বয়ে এল তার করােনা রিপাের্ট নেগেটিভ এসেছে। রুনির করােনা রিপাের্ট নেগেটিভ এলেও ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তাকে দশদিনের জন্য সেলফ আইসােলেশনে থাকতে হবে।