• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ওমিক্রনে প্রথম মৃত্যু ইংল্যান্ডে, বুস্টার টিকা নেওয়ার নির্দেশ

করোনার নয়া রূপ ওমিক্রনে প্রথম মৃত্যু হল ব্রিটেনে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, 'এই দেশে অন্তত একজনের মৃত্য হয়েছে, যিনি ওমিক্রনে আক্রান্ত ছিলেন।

করোনার নয়া রূপ ওমিক্রনে প্রথম মৃত্যু হল ব্রিটেনে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘এই দেশে অন্তত একজনের মৃত্য হয়েছে, যিনি ওমিক্রনে আক্রান্ত ছিলেন।

একই সঙ্গে তিনি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, দ্রুত মিউটেশনের ফলে ঢেউয়ের মতো আছড়ে পড়তে পারে ওমিক্রনের তরঙ্গ। এর জন্য সচেতন থাকা জরুরি। তবে, ওমিক্রনে মৃত ব্যক্তি সম্পর্কে এর বেশি তথ্য দেননি বরিস।

Advertisement

তাঁর বিদেশে যাওয়ার কোনও ইতিহাস ছিল কি না, তাও জানা যায়নি সোমবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত। ২৭ নভেম্বর সে দেশে প্রথম ওমিক্রন আক্রান্ত চিহ্নিত হওয়ার পর নানা বিধি নিষেধ জারি করা হয়।

Advertisement

রবিবার প্রধানমন্ত্রী দেশবাসীকে বুস্টার টিকা নেওয়ার পরামর্শ দেন। স্বাস্থ্য সচিব, সাজিদ জাভেদ বলেন, ‘করোনার ওমিক্রন রূপ দেশে দ্রুত ছাড়িয়ে পড়ছে। আক্রান্তের ৪০ শতাংশ ওমিক্রনে সংক্রমিত।’

 

Advertisement