ইউরাে শুরুর আগে ইউক্রেনের জার্সি নিয়ে তুমুল বিতর্ক

ইউরাে কাপ শুরু হওয়ার আগেই তুমুল বিতর্ক শুরু হয়ে গেল ইউক্রেন দলের জার্সি নিয়ে। তাদের জার্সি বদল করেই খেলতে নামতে হবে ইউরাের প্রতিযােগিতায়।

Written by SNS Rome | June 11, 2021 8:55 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

ইউরাে কাপ শুরু হওয়ার আগেই তুমুল বিতর্ক শুরু হয়ে গেল ইউক্রেন দলের জার্সি নিয়ে। তাদের জার্সি বদল করেই খেলতে নামতে হবে ইউরাের প্রতিযােগিতায়। তাদের জার্সি রাজনৈতিক স্লোগান নিয়ে বিতর্কের তৈরি হয়েছে।

এই জার্সি নিয়ে মূল আপত্তি জানিয়েছে রাশিয়া। ইউরােপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা ইউক্রেনকে বলেছে, জার্সি থেকে বিতর্কিত স্লোগান সরিয়ে ফেলার জন্য। ইউক্রেন ফুটবল অ্যাসােসিয়েশন উয়েফাকে পাল্টা অনুরােধ করেছে ওই স্লোগান যেন তাদের রাখতে দেওয়া হয়।

ইউক্রেনের জার্সিতে লেখা রয়েছে, গ্লোরি টু আওয়ার হিরােজ। উয়েফা জানিয়েছে, এই স্লোগান পুরােপুরি রাজনৈতিক। ২০১৩-১৪ সালে রাশিয়ার সমর্থনে ইউক্রেনে যে প্রেসিডেন্ট ক্ষমতায় ছিলেন, তাকে সরানাের সময় বিদ্রোহীরা এই স্লোগান ব্যবহার করতেন।

উয়েফাও রাশিয়ার বক্তব্যে সহমত প্রকাশ জানিয়েছে। এবং বলে এই স্লোগান পুরােপুরি রাজনৈতিক। ওই জার্সিতে ইউক্রেনের একটি মানচিত্র দিয়েছে, সেটা নিয়েও একটি বিতর্ক তৈরি হয়েছে।