আইপিএল ক্রিকেটে মহা নিলামের আগে পাঞ্জাব কিংস দলের মধ্যে বিবাদ তৈরি হল। সেই দলে অন্যতম কর্ণধার অভিনেত্রী প্রীতি জিনতা চণ্ডীগড় হাইকোর্টে একটি মামলা রুজু করেছেন আরেক কর্ণধার মোহিত বর্মণের বিরুদ্ধে। প্রীতি অভিযোগ করেছেন, মোহিত তাঁর অংশীদারিত্ব বিক্রি করতে চাইছেন অন্য কাউকে। যাতে তিনি এই বিক্রি না করতে পারেন, তার জন্যই এই পদেক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রীতি। পাঞ্জাবের ২৩ শতাংশ মালিকানা এবং তাঁর স্বামী নেস ওয়াদিয়ার। আর ৪৮ শতাংশ মালিকানা রয়েছে মোহিতের হাতে। ৬ শতাংশ করণ পলের হাতে। প্রীতি দাবি করেছেন, মোহিত অনৈতিকভাবে নিজের অংশীদারিত্ব অন্য কারওর কাছে বিক্রি করতে মনস্থ করেছেন।
তবে শেয়ার বিক্রি করার ব্যাপারে মোহিত বলেছেন, এমন কোনও পরিকল্পনা এই মুহূর্তে আমার নেই। পাঞ্জাব কিংসের পক্ষ থেকে কেউই এমনকিছু বিবৃতি দেননি এই ব্যাপারে। প্রীতি আরও বলেছেন, আমার অভিযোগটা মালিকানা নিয়ে। একটি চুক্তি রয়েছে তাঁদের মধ্যে। কেউ যদি নিজের অংশ বিক্রি করতে চান, আগে বাকি মালিকদের সঙ্গে কথা বলতে হবে এবং প্রস্তাব হিসেবে রাখতে হবে। যদি এই মালিকানা অন্য কেউ অংশীদার কিনতে না চান, তাহলেই অন্য কাউকে বিক্রি করতে পারেন।
Advertisement
Advertisement
Advertisement



