দক্ষিণ কলকাতা জেলায় টেবল টেনিস সংস্থার ব্যবস্থাপনায় সদ্যপ্রয়াত টেবল টেনিসের দ্রোণাচার্য জয়ন্ত পুশিলালের স্মরণসভায় তাঁর কর্মধারা নিয়ে আলোচনায় মুখর ছিলেন খেলোয়াড়, কর্মকর্তা ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা। জয়ন্ত পুশিলালের ছাত্র প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন অরূপ বসাক, কিশলয় বসাক ও মেয়ে জয়িতা পুশিলাল শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন কোচ মিহির ঘোষ, রবি চ্যাটার্জি ও তপন চন্দ্রের মতো বিশিষ্ট ব্যক্তিরা। স্মৃতিচারণের মধ্য দিয়ে জয়ন্ত পুশিলালকে স্মরণ করা হয়। দক্ষিণ কলকাতা জেলা টেবল টেনিস সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছর থেকে বাংলার সেরা টিটি কোচকে জয়ন্ত পুশিলালের নামে পুরস্কার দেওয়া হবে।
Advertisement
Advertisement



