• facebook
  • twitter
Tuesday, 3 December, 2024

উরুগুয়েকে উড়িয়ে দিয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া

ডর্টমুণ্ড: একেই বলে অঘটন৷ কেউ ভাবতেই পারেননি লুইস সুয়ারেজের উরুগুয়েকে হারতে হবে কোপা আমরিকা ফুটবলের সেমিফাইনালে কলম্বিয়ার কাছে৷ ১৫ বারের চ্যাম্পিয়ন দল উরুগুয়ে শেষ চারের খেলার পরেই বিদায় নিতে হল তাদের৷ স্বাভাবিকভাবে কলম্বিয়া শিবিরের উচ্ছ্বাস থাকবেই৷ কোপা আমেরিকার মতো ফুটবলে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে কলম্বিয়ার ফুটবলাররা মাঠের মধ্যেই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন৷ কলম্বিয়া ১-০ গোলে উরুগুয়েকে

ডর্টমুণ্ড: একেই বলে অঘটন৷ কেউ ভাবতেই পারেননি লুইস সুয়ারেজের উরুগুয়েকে হারতে হবে কোপা আমরিকা ফুটবলের সেমিফাইনালে কলম্বিয়ার কাছে৷ ১৫ বারের চ্যাম্পিয়ন দল উরুগুয়ে শেষ চারের খেলার পরেই বিদায় নিতে হল তাদের৷ স্বাভাবিকভাবে কলম্বিয়া শিবিরের উচ্ছ্বাস থাকবেই৷ কোপা আমেরিকার মতো ফুটবলে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে কলম্বিয়ার ফুটবলাররা মাঠের মধ্যেই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন৷ কলম্বিয়া ১-০ গোলে উরুগুয়েকে হারিয়ে এই যোগ্যতা অর্জন করল৷ ফাইনালে কলম্বিয়াকে খেলতে হবে আর্জেন্টিনার সঙ্গে৷ মেগা টুর্নামেন্টে অবশ্যই এই ম্যাচটা হাইভোল্টেজ বলে চিহ্নিত হবে৷

খেলার শুরু থেকেই কলম্বিয়া আক্রমণে ঝড় তুলে বার বার উরুগুয়ের শিবিরে হানা দিতে থাকেন৷ উরুগুয়ের ফুটবলাররা সেই আক্রমণকে রুখে দেওয়ার প্রচেষ্টায় সেইভাবে এগিয়ে আসতে পারেনি৷ যার ফলে গোলের সুযোগ তৈরি করে ফেলেছিলেন কলম্বিয়ার খেলোয়াড়রা৷ খেলার প্রথমার্ধেই গোল পেয়ে গিয়েছিল কলম্বিয়া৷ গোলদাতা জেফারসন লারমা৷ কর্নার থেকে জেমস রদ্রিগেজ ঠিকানা মাপা বলটি বানিয়ে দেন লারমার কাছে৷ সুযোগসন্ধানী লারমা হেড দিতে কোনও ভুল করেননি৷ বল গিয়ে জড়িয়ে যায় গোলের জালে৷ কলম্বিয়া ১-০ গোলে এগিয়ে থাকার পরেও আক্রমণ থেকে কখনওই সরে থাকেনি৷ বরঞ্চ উরুগুয়ের ফুটবলাররা আক্রমণে গতি বাড়িয়ে পাল্টা আঘাত হানতে ব্যর্থ হয়েছেন৷ যার ফলে খেলায় সমতা ফিরিয়ে আনা তাঁদের পক্ষে সম্ভব হয়নি৷ খেলার প্রথম পর্বের শেষ মুহূর্তে রেফারি কলম্বিয়ার ড্যানিয়েল মুনোজকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন৷

স্বাভাবিকভাবেই কলম্বিয়ার ফুটবলাররা কিছুটা চিন্তায় পড়ে গিয়েছেন৷
দ্বিতীয় পর্বে উরুগুয়ে দল ১০ জনে কলম্বিয়াকে পেয়েও সেইভাবে নিজেদের প্রকাশ করতে পারেনি৷ খেলার ৬৬ মিনিটের মাথায় উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ মাঠে নামেন৷ কিন্ত্ত মাঠে নেমেও খেলার ফলাফলে কোনও পরিবর্তন আনতে পারেননি৷ বরঞ্চ কলম্বিয়ার ফুটবলাররা আক্রমণাত্মক ফুটবল খেলে নিজেদের সংহতিকে তুলে ধরেন৷ দেখা গেছে যখনই তাঁরা আক্রমণে উঠে এসেছেন, তখনই মাঝমাঠ থেকে প্রায় সবাই তাঁদের সহযোগিতা করতে উঠে এসেছিলেন৷ তারই মধ্যে উরুগুয়ে একটা গোল করার মতো সুযোগ তৈরি করে ফেলেছিল৷ কিন্ত্ত সেই সুযোগ থেকে গোল করতে ব্যর্থ হয়৷ সুয়ারেজও গোল করার মতো পরিস্থিতি তৈরি করতে পারেননি৷ সবাই আশা করেছিলেন, সুয়ারেজ মাঠে নামার অর্থই খেলার চেহারার পরিবর্তন হয়ে যাবে৷ উরুগুয়ে যখনই আক্রমণে উঠে এসেছে তখনই কলম্বিয়ার ফুটবলাররা একত্রিতভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন৷ শেষ পর্যন্ত সুয়ারেজের উরুগুয়েকে হার স্বীকার করতে হয়৷ উরুগুয়ে শেষবারের মতো কোপা আমরিকা জিতেছিল ২০১১ সালে৷ সেই বছর ফাইনালে উরুগুয়ের হয়ে গোল করেছিলেন সুয়ারেজ৷

উরুগুয়ে হেরে যাওয়ার পরে কলম্বিয়ার ফুটবলাররা যখন একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, সেই সময় কলম্বিয়ার এক ফুটবলারের ঘাড়ে মুখ নিয়ে যান সুয়ারেজ৷ দেখে মনে হয়নি তিনি কোনও কথা বলার চেষ্টা করছেন, নাকি কামড়াতে গিয়েছিলেন৷ সুয়ারেজের এই কাণ্ড দেখে মনে হল ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে ইতালির জর্জিয়ো চিয়েল্লিনিকে কামড়ে দেওয়ার সেই দৃশ্য ফিরে আসেনি তো? সুয়ারেজ এই রকম ঘটনা বেশ কয়েকবার ঘটিয়েছেন৷