• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কলম্বিয়ায় প্রেসিডেন্ট পদপ্রার্থীকে লক্ষ্য করে গুলি

কলম্বিয়ায় প্রকাশ্য সভায় প্রেসিডেন্ট পদপ্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে কলম্বিয়ায়।

কলম্বিয়ায় প্রকাশ্য সভায় প্রেসিডেন্ট পদপ্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে কলম্বিয়ায়। ডানপন্থী সেনেটর মিগুয়েল উরিবে শনিবার একটি রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখছিলেন। সেই সময়ে তাঁকে খুব কাছ থেকে গুলি করে আততায়ী। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন উরিবে। তাঁকে তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর, আততায়ী খুব কাছ থেকে মিগুয়েলকে লক্ষ্য করে পর পর তিন বার গুলি চালায়। দু’টি গুলি লেগেছে তাঁর মাথায়, একটি গলায়। মিগুয়েলের অবস্থা আশঙ্কাজনক। কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ আহত সেনেটরকে দেখতে হাসপাতালে যান। তিনি জানিয়েছেন, মিগুয়েল উরিবের উপর গুলি চালানোর ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই হামলার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

হামলাকারীদের তথ্য পেতে প্রতিরক্ষামন্ত্রী প্রায় ৭ লক্ষ ডলারের পুরস্কারের কথা ঘোষণা করেছেন। এদিকে জনবহুল এলাকায় প্রকাশ্যে জনপ্রিয় রাজনীতিবিদের উপর হামলার ঘটনায় গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়েছে। ডেমোক্র্যাটিক সেন্টার পার্টি এই ঘটনার তীব্র নিন্দা করেছে। দলের তরফে বলা হয়েছে, ‘এই ঘটনা শুধুমাত্র কেবল একজন রাজনৈতিক নেতার উপর আক্রমণ নয়, বরং কলম্বিয়ার গণতন্ত্র ও স্বাধীনতার উপরও আক্রমণ।’

Advertisement

মিগুয়েলের উপর গুলি চালানোর ঘটনাটি ধরা পড়েছে উপস্থিত জনতার ক্যামেরায়। তেমনই বেশ কয়েকটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়েছে। সেই সব ভিডিওতে দেখা যাচ্ছে, বক্তৃতার মাঝেই কেউ তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হচ্ছে। বিকট শব্দ শোনা গিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি পড়ে যান নীচে। আবার কিছু ভিডিওয় দেখা যাচ্ছে, মিগুয়েলকে রক্তাক্ত অবস্থায় ধরাধরি করে অ্যাম্বুল্যান্সে তোলা হচ্ছে।

৩৯ বছর বয়সি মিগুয়েল কলম্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আলভারো উরিবের প্রতিষ্ঠিত ডেমোক্র্যাটিক সেন্টার পার্টির সদস্য। কলম্বিয়ার জাতীয় রাজনীতিতে তিনি খুবই জনপ্রিয়। ২০২২ সাল থেকে সেনেটর পদে রয়েছেন মিগুয়েল। অতীতে বোগোটার সরকারি সচিব এবং সিটি কাউন্সিলরও হয়েছিলেন মিগুয়েল। মিগুয়েলের দাদা জুলিও টারবে কলম্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। তাঁর বাবা ইউনিয়ন নেতা এবং মা সাংবাদিক ছিলেন।

Advertisement