• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রোহিতের ব্যাটিং পজিশন ঠিক করে দিলেন ক্লার্ক

ওয়ান ডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান। ব্যাটিংয়ে একের পর এক চোখধাঁধানো ইনিংস। ভারতীয় ক্রিকেট তো বটেই, বিশ্বের অন্যতম সফল ওপেনার।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতের অধিনায়ক রোহিত শর্মা ওপেনার হিসেবে মাঠে নেমে সেইভাবে নিজেকে প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর ভূমিকা ছিল প্রশংসা করার মতো। তাই চলতি আইপিএলে খারাপ ফর্ম সত্ত্বেও ইংল্যান্ড সফরে নতুন করে শুরু করতে চান রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতের পরাজয়ের পর টেস্ট টিমে তাঁর জায়গা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজ যত এগিয়ে আসছে তত চর্চা চলছে রোহিতকে নিয়ে। ১৮ বছর পর ইংল্যান্ডে প্রথম সিরিজ জয় কি রোহিতের হাত ধরেই আসবে?

ওয়ান ডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান। ব্যাটিংয়ে একের পর এক চোখধাঁধানো ইনিংস। ভারতীয় ক্রিকেট তো বটেই, বিশ্বের অন্যতম সফল ওপেনার। ক্যাপ্টেন হিসেবে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। আর কিছু দিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জয়। এতেই শেষ নয়, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে রয়েছে ৬টি খেতাব।

Advertisement

এই রোহিত শর্মা এ বারের আইপিএলে এখনও রান পাননি। হিটম্যান কোন ম্যাচে জ্বলে উঠবেন, তা নিয়ে রয়েছে জল্পনা। তবে রোহিতকে নিয়ে কিন্তু এখন থেকেই চলছে আলোচনা। ইংল্যান্ড সফরে রোহিত কি খেলবেন? আর খেললে ওপেনার হিসেবেই দেখা যাবে তাঁকে? নাকি মিডল অর্ডারে ব্যাট করবেন? মুখ খুলেছেন অজি কিংবদন্তি মাইকেল ক্লার্ক। তিনি বলেন, ‘ওর জন্য আদর্শ ব্যাটিং পজিশন হতে পারে ৫ নম্বর। প্রয়োজনে দ্বিতীয় নতুন বলের মুখোমুখি হতে পারে। রোহিত ওপেন করতে ভালোবাসে। তবে অধিনায়ক হিসেবে রেহিত শর্মাকেই দেখতে চাই।’

Advertisement

Advertisement