মুম্বই শিবিরে গৃহযুদ্ধ

Written by SNS May 10, 2024 12:41 pm

মুম্বই— এবারের আইপিএল ক্রিকেটে মুম্বই ইন্ডিয়ান্স দল কোনওভাবেই প্লে-অফ ম্যাচে সুযোগ পাচ্ছে না৷ মুম্বই দল ছিটকে যাওয়ার পরেই হার্দিক পাণ্ডিয়াদের পারফরম্যান্স নিয়ে শুধু কাটাছেঁড়ার বিশ্লেষণ করা হচ্ছে, তাই নয়, এককথায় বলা যায় গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে৷ এমনকি, হার্দিক পাণ্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন দলের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়৷ গোটা আইপিএল ঘিরে হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে বিতর্কের শেষ নেই৷ দলের ব্যর্থতা যেভাবে বড় আকার হিসেবে দেখা দিয়েছে, তখনই খেলোয়াড়দের মধ্যে ব্যবধান তৈরি হতে শুরু করে৷ সেই কারণে দলের কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন, ব্যর্থতার পিছনে কী কারণ আছে, তার সমীক্ষা করা প্রয়োজন৷ সেই কারণেই আলোচনায় বসেছিলেন রোহিত শর্মা, যশপ্রীত বুমরা ও সূর্যকুমার যাদবরা৷ তাঁরা কি বলতে চেষ্টা করেছেন মুম্বই দলের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে সরিয়ে নতুন কাউকে আনার ব্যাপারে? কিন্ত্ত এই বিপর্যয় শুধু হার্দিক পাণ্ডিয়ার জন্য হয়েছে, তাই নয়, দলের অন্যান্য খেলোয়াড়রা কী ভূমিকা নিয়েছিলেন, সেটাও দেখার প্রয়োজন রয়েছে৷ অনেকেই বলছেন, হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্ব তাঁরা মেনে নিতে পারছেন না৷ অবশ্য তা প্রকাশ্যে আনা হয়নি৷ দলের কর্মকর্তাদের মধ্যে একজন বলেছেন, দলের নেতৃত্ব দেওয়ার লোকের অভাব নেই৷ গত দশ বছর ধরে রোহিত শর্মা যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, সেখানে হঠাৎই হার্দিক পাণ্ডিয়াকে দায়িত্ব দেওয়ার পিছনে কী কারণ ছিল? এবারের শুরু থেকেই হার্দিক পাণ্ডিয়ার দল বার বার ব্যর্থ হয়েছেন৷ টানা প্রথম তিনটি ম্যাচে হারতে হয়েছিল৷ তখন কেন এ ব্যাপারে সমীক্ষা করা হয়নি? অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে তখন তো আলোচনায় বসা যেত৷ কিন্ত্ত এখন দল যখন আর প্লে-অফ ম্যাচে খেলার ছাড়পত্র পাবে না, তখন এই নিয়ে আলোচনা করে কী লাভ হবে? দিল্লির কাছে হেরে গিয়ে মুম্বই শিবিরের সমস্যা আরও বেড়ে যায়৷ মুম্বইয়ের হয়ে খেলা সবচেয়ে ভালো ক্রিকেটার তিলক বর্মাকে নিয়ে সমালোচনা করেছিলেন হার্দিক পাণ্ডিয়া৷ তিনি বলেছিলেন, যখন অক্ষর বল করছিল, একজন বাঁ-হাতি ক্রিকেটারের তখন শুরু থেকেই আক্রমণমুখী হওয়া উচিত ছিল৷ পরিস্থিতি দেখেই খেলোয়াড়কে সচেতন হতে হয়৷ যার ফলে ম্যাচও হাতছাড়া হয়ে যায়, তা নতুন করে বলার কারণ নেই৷