• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইস্টবেঙ্গলকে ভালো দল গঠনের পরামর্শ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মেয়েরা যদি ভারতসেরা হতে পারেন, ইস্টবেঙ্গলের ছেলেরা সেই জায়গায় পৌঁছতে পারছেন না কেন? তার জন্য ভালো দল গঠন করতে হবে।

নিজস্ব চিত্র

ইস্টবেঙ্গল ক্লাব শতবর্ষ অতিক্রম করে ফেলেছে। গৌরবময় লাল-হলুদ শিবিরের কাহিনি সামনে রেখে তৈরি হয়েছে ‘শতবর্ষে ইস্টবেঙ্গল’ তথ্যচিত্র। বৃহস্পতিবার রবীন্দ্র সদনে এই তথ্যচিত্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তথ্যচিত্র উদ্বোধন নয়, সঙ্গে ভারতসেরা ইস্টবেঙ্গলের মহিলা দলকে সংবর্ধনা দিলেন। তাঁদের হাতে ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। রবীন্দ্র সদনে গৌতম ঘোষের তৈরি করা এই চলচ্চিত্র উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, লাল-হলুদ মহিলা ব্রিগেড ভারতসেরা হয়েছে, তা আমাদের কাছে গর্বের। তারা তো ইস্টবেঙ্গলের কাছে অহঙ্কার। ফুটবলার ও দলের কোচকে অভিনন্দন জানিয়ে বলেন, আগামী এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইস্টবেঙ্গল খেলবে। আশা করব, সেখানেও সাফল্যের জয়যাত্রা অব্যাহত থাকবে। তার জন্য আগাম শুভেচ্ছা রইল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মেয়েরা যদি ভারতসেরা হতে পারেন, ইস্টবেঙ্গলের ছেলেরা সেই জায়গায় পৌঁছতে পারছেন না কেন? তার জন্য ভালো দল গঠন করতে হবে। দল হেরে গেলে সমর্থকরা অবশ্যই কষ্ট পান, হতাশ হন। বাংলার কোনও দল যদি চ্যাম্পিয়ন হয় আমি নিজে খুশি হই। এটা মনে রাখতে হবে, আমরা সবাই বাংলার সমর্থক। ইস্টবেঙ্গল ক্লাবের গৌরবময় ইতিহাস নিয়ে গবেষণা হচ্ছে, এটা খুব ভালো দিক। তাই মনে রাখতে হবে, আগামী দিনে আমরা কী করতে পারি, তার একটা রূপরেখা তৈরি করা প্রয়োজন। যেমন ক্রিকেটে বোল্ড আউট করতে গেলে বোলারদের একটা পরিকল্পনা থাকে। ঠিক সেইভাবেই পরিকল্পনামাফিক কাজ করতে না পারলে সাফল্য কথা বলে না। এটা মনে রাখতে হবে, ছোটদের দিকে নজর দিতে হবে। বাংলায় প্রতিভার অভাব নেই। তাদের প্রশিক্ষণ দিয়ে ভালো জায়গায় আনতে হবে। সবারই লক্ষ্য থাকে সামনের দিকে। এই বিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে।

Advertisement

মুখ্যমন্ত্রী আরও বলেন, এবারে ভালো দল তৈরি করেছে ডায়মন্ড হারবার এফসি। অল্প সময়ের মধ্যে তারা আইলিগ খেলার যোগ্যতা অর্জন করেছে। তারপরে মোহনবাগান দুর্দান্ত দল তৈরি করে আইএসএল ফুটবলে দ্বিমুকুট পেয়ে বাংলাকে গর্বিত করেছে। মহমেডান স্পোর্টিং আইএসএল ফুটবল খেলেছে। এটা মনে রাখতে হবে, যে কোনও প্রতিযোগিতায় অংশ নিলে প্রতিযোগিতার মতোই খেলতে হবে। আমি খুব খুশি ইস্টবেঙ্গলের মহিলা দল চ্যাম্পিয়ন হয়েছে। তাদের হাতে অল্পকিছু আর্থিক পুরস্কার তুলে দিলাম। আবারও বলছি, যে কোনও সাফল্যের জন্য পাঁচ বছর আগে থেকে একটা রূপরেখা তৈরি করতে হয়, কীভাবে আগামী দিনগুলিকে সাজাতে হবে তার জন্য। তাই ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের কাছে বলব, দলটাকে ভালো করে তৈরি করুন। আগামী দিনে সাফল্য কীভাবে আসবে, তার জন্য এখন থেকেই ভাবনাচিন্তা শুরু করুন। আমি খেলাধুলোকে ভালোবাসি। কলকাতার তিন প্রধানের পাশে আছি। বাংলার খেলাধুলোর উন্নয়নে অবশ্যই আমার চেষ্টা থাকবে।

Advertisement

এদিনের অনুষ্ঠানে দেখা গেল দুই প্রধানের কর্মকর্তাদের পাশে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, ছিলেন প্রাক্তন ফুটবলাররা। এসেছিলেন সিএবি’র সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, মোহনবাগান সচিব দেবশিস দত্ত, মহমেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম শীর্ষ কর্মকর্তা কারামউদ্দিন ও বিনিয়োগকারী সংস্থার কর্মকর্তারাও।

Advertisement