মুস্তাফিজুরের বিকল্প হিসেবে গ্লিসনকে নিল চেন্নাই দল

Written by SNS April 19, 2024 12:41 pm

চেন্নাই— চোটের কারণে আইপিএল ক্রিকেটে শুরু থেকেই খেলতে পারেননি ডেভন কনওয়ে৷ আশা করা গিয়েছিল হয়তো তিনি চোট সারিয়ে দলে ফিরবেন৷ কিন্ত্ত সেই ভাবনা সফল হল না৷ ডেভল কনওয়েকে এবারে কোনও খেলায় দেখতে পাওয়া যাবে না চেন্নাইয়ের হয়ে৷ চেন্নাই সুপার কিংসের এই ক্রিকেটারের ছিটকে যাওয়ার কথা সরকারিভাবে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হল৷ একই সঙ্গে ওই ক্রিকেটারের পরিবর্তে ইংল্যান্ডের জোরে বোলার রিচার্ড গ্লিসনকে নেওয়া হয়েছে৷ গত ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে খেলতে গিয়ে বাঁ-হাতের বুড়ো আঙুলে চির ধরেছিল কনওয়ের৷ সেই আঙুলে অস্ত্রোপচার হয়৷ তাই চেন্নাই আশাবাদী ছিল আইপিএল ক্রিকেটে দ্বিতীয়পর্বে হয়তো কনওয়েকে পাওয়া যাবে৷ কিন্ত্ত তিনি আর এবারের আইপিএলে কোনওভাবেই খেলতে পারবেন না৷ গতবছর আইপিএল ক্রিকেটে চেন্নাই দলকে জেতানোর পিছনে অন্যতম ভূমিকা নিয়েছিলেন কনওয়ে৷ তিনি ১৫টি ইনিংসে ৬৭২ রান করেছিলেন৷ ফাইনালে সেরা ক্রিকেটারও হয়েছিলেন কনওয়ে৷ তিনি না থাকায় চেন্নাইয়ের উইকেটরক্ষক হিসেবে যে শূন্যস্থান তৈরি হয়েছিল, সেখানে নতুন করে নিয়ে আসা হল আরাবল্লী অবনীশকে৷

এদিকে রিচার্ড গ্লিসনকে নেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে৷ মে মাস থেকে বাংলাদেশের এই বোলারকে চেন্নাই পাচ্ছে না৷ গ্লিসনের বয়স ৩৬ বছর৷ তিনি পেশাদারি ক্রিকেট শুরু করেছিলেন ২৭ বছর বয়সে৷ ইংল্যান্ডের হয়ে ২০২২ সালে ৩৪ বছর বয়সে তাঁর অভিষেক হয়৷ তিনি আগে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আবুধাবিতে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন৷