ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে চেলসি জয়ের হাসি হাসল। সোমবার রাতে আমেরিকার লস অ্যাঞ্জেলেস এফসিকে ২-০ গোলে হারাল ইংল্যান্ডের এই ক্লাবটি। ম্যাচের শুরু থেকেই যথেষ্ট দাপট ছিল তাদের। প্রতিপক্ষের গোল লক্ষ্য করে ক্রমাগত আক্রমণ চালাতে থাকেন এনজো ফার্নান্দেজ-নেটো’রা। সেই আক্রমণের ফসল হিসেবে ৩৪ মিনিটে পর্তুগালের ফুটবলার পেদ্রো নেটোর করা গোলে এগিয়ে যায় তারা। বেশকিছু আক্রমণ করলেও প্রথমার্ধে গোলের ব্যবধান আর বাড়াতে পারেননি চেলসি। এরপর, ম্যাচের দ্বিতীয়ার্ধেও নিজেদের আক্রমণ বজায় রেখেছিলো এনজো মারেস্কার দল।
তবে, বারবার গোলমুখে পৌঁছেও কিছুতেই লক্ষ্যপূরণ করতে পারছিলেন না তাঁরা। অবশেষে ম্যাচের ৭৮ মিনিটে চেলসির হয়ে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ।অন্যদিকে হাড্ডাহাড্ডি ম্যাচে ২-২ গোলে ড্র হলো বোকা জুনিয়র্স বনাম বেনফিকা ম্যাচ। ম্যাচের প্রথমার্ধের ২৭ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনার এই দলটি। তাদের হয়ে গোলদুটি করেন মিগুয়েল মেরেন্টিয়েল ও রদ্রিগো বাট্টাগলিয়া। তবে, বিরতির আগেই বেনফিকার হয়ে ব্যবধান কমান অ্যাঞ্জেল দি মারিয়া। তিন লাল কার্ডের ম্যাচে সেইসময়ে প্রথম লাল কার্ডটি দেখেন বোকা জুনিয়র্সের অ্যান্ডার হেরেরা।
Advertisement
এদিন, পুরো ম্যাচ জুড়েই গা-জোয়ারি ফুটবল খেললো দুই দল। এরপর, দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটের মাথায় বলের দখল নিতে গিয়ে বিপক্ষ খেলোয়াড়ের মাথায় আঘাত করে বসেন বেনফিকার আন্দ্রে বেলোত্তি। রেফারি প্রথমে তাকে হলুদ কার্ড দেখালেও পরে তা প্রত্যাহার করে লাল কার্ড দেখান। ফলে, দশজনে হয়ে যায় দুই দলই। এর মিনিট পনেরোর মধ্যে পর্তুগালের ক্লাবটিকে সমতায় ফেরান অধিনায়ক ওটামেন্ডি। এই প্রসঙ্গে বলা যায়, দি মারিয়া ও ওটামেন্ডি দু’জনেই আর্জেন্টিনার ফুটবলার হয়ে আর্জেন্টিনার ক্লাবের বিরুদ্ধে গোল করলেন। পরবর্তীকালে ম্যাচের একেবারে শেষলগ্নে অহেতুক ধাক্কাধাক্কি করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বোকা জুনিয়র্সের জর্জ ফিগাল। তারপর আর কোনো দলই গোল ব্যবধান বাড়াতে পারেনি। অন্য ম্যাচে এস তুনিসকে ২-০ গোলে হারিয়েছে ফ্লামেঙ্গো। এই ম্যাচে ফ্ল্যামেঙ্গোর হয়ে অভিষেক হয় সদ্য আর্সেনাল ছেড়ে আসা মিডফিল্ডার জর্জিনহো’র। পাশাপাশি, জয় দিয়ে ক্লাব বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করলো বোটাফেগো। সিয়াটল সাউন্ডার্সকে ২-১ গোলে
হারালো তারা।
Advertisement
Advertisement



