• facebook
  • twitter
Sunday, 10 August, 2025

দীর্ঘতম ম্যাচ শেষে কোয়ার্টারে চেলসি, শেষ আটে পৌঁছালো পালমেইরাসও

শেষ আটের ছাড়পত্র পেয়েছে ব্রাজিলের ক্লাব পালমেইরাসও। বোটাফোগোকে ১-০ গোলে হারালো তারা। তবে, ম্যাচের নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেননি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

প্রায় সাড়ে চার ঘন্টার ম্যাচ শেষে বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটে পৌঁছালো চেলসি। শনিবার ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়ামে ৪-১ গোলে ম্যাচ জিতলো এনজো মারেস্কার দল। এদিকে, নিজের বিদায়ী ম্যাচে গোল করেও দলকে শেষ আটের ছাড়পত্র এনে দিতে ব্যর্থ আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল দি মারিয়া।

এদিন, ম্যাচের শুরু থেকে যথেষ্ট দাপট দেখালেও প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি পেড্রো নেটো-রিসি জেমস’রা। তবে, বিরতির পর ম্যাচের ৬৪ মিনিটে চেলসিকে এগিয়ে দেন রিসি জেমস। ১-০ অবস্থায় ম্যাচের ৮৬ মিনিটে প্রতিকূল পরিস্থিতির জন্য ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন রেফারি। আসলে, সেইসময় শার্লটের ওই স্টেডিয়ামে প্রচন্ড বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি শুরু হয়। ফলে, বেশিরভাগ দর্শকও মাঠ ছেড়ে চলে যান। প্রায় ঘণ্টা দু’য়েক পর ফের ম্যাচ শুরু হলে লালকার্ড মাঠ ছাড়েন বেনফিকার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি। ম্যাচের অতিরিক্ত সময়ের একেবারে শেষলগ্নে, যখন বেনফিকার বিদায় একপ্রকার নিশ্চিন্ত তখনই খেলার গতির বিপরীতে পেনাল্টি থেকে গোল করে তাদের সমতায় ফেরান বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা দি মারিয়া। ১-১ গোলে অমীমাংসিত অবস্থায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এর মধ্যেই কেটে যায় চার ঘণ্টা। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে দু’দলের হাড্ডাহাড্ডি লড়াই হলেও দ্বিতীয়ার্ধে চেলসির সামনে আর দাঁড়াতেই পারেনি দশজনের বেনফিকা। ম্যাচের অতিরিক্ত সময়ের ১০৮, ১১৪ এবং ১১৭ মিনিটে পর পর চেলসির হয়ে গোল করে যান ক্রিস্টোফার এনকুকু, পেড্রো নেটো ও কিয়ারনান ডেয়োসবারি। ফলে, সহজেই কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র আদায় করে নেয় ইংলিশ প্রিমিয়ার লিগের এই দলটি।

অন্য ম্যাচে, শেষ আটের ছাড়পত্র পেয়েছে ব্রাজিলের ক্লাব পালমেইরাসও। বোটাফোগোকে ১-০ গোলে হারালো তারা। তবে, ম্যাচের নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেননি। ফলে, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ম্যাচের ১০০ মিনিটে পালমেইরাসের হয়ে একমাত্র গোলটি করেন পাউলিনহো। এর মিনিট ছয়েক পর লালকার্ড দেখে মাঠ ছাড়েন পামেইরাসের গুস্তাভো গোমেজ। তবে, তাতেও অবশ্য ম্যাচের ফলাফলে কোনোরকম প্রভাব পড়েনি। শেষপর্যন্ত ১-০ ব্যবধানে জিতেই ক্লাব বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে পৌছালো তারা। শেষ আটের লড়াইয়ে ব্রাজিলের এই দলটি মুখোমুখি হবে চেলসির।