• facebook
  • twitter
Friday, 5 December, 2025

চানুর স্বপ্নপূরণ

রুপার পদক জয় করেছেন।এবারে দ্বিতীয় স্বপ্নটা পূরণ হয়ে গেল ভারােত্তোলক মীরাবাঈ চানুর। রুপাের পদক জয় করার এবার পছন্দের নায়ক সলমন খানের সঙ্গে দেখা হয়ে গেল।

সলমন খান এবং মীরাবাঈ চানু (Photo: IANS)

টোকিও অলিম্পিকের আসরে প্রথমবার রুপার পদক জয় করেছেন … এবারে দ্বিতীয় স্বপ্নটা পূরণ হয়ে গেল ভারােত্তোলক মীরাবাঈ চানুর। রুপাের পদক জয় করার এবার পছন্দের নায়ক সলমন খানের সঙ্গে দেখা হয়ে গেল।

পদক জয়ের পর চানু বলেন, সলমনকে আমার দারুণ লাগছে। ওর চেহারাও খুব পছন্দ। এবার সেই পছন্দের নায়ক সলমন খানের সঙ্গে দেখা হয়ে গেল চানুর। সলমনের ইনস্টাগ্রামে একটি ছবিতে দেখা গেল দু’জনকে। চানুর সঙ্গে মণিপুরী স্কার্ফ পরে ছবি দিয়েছেন সলমন খান।

Advertisement

তিনি লেখেন, আমার জন্য দারুণ খুশি চানু। ভাল লাগল আপনার সঙ্গে দেখা করে। আমার শুভেচ্ছা। সবসময় আপনার সঙ্গে ছিল আর থাকবে। চানুও সেই ছবি পােস্ট করে লেখেন, ধন্যবাদ সলমন। খান। আমি আপনার সবথেকে বড় ফ্যান। আমার স্বপ্ন সত্যি হল।

Advertisement

সলমনের পাশাপাশি ক্রিকেটের আইনকন শচীন তেন্ডুলকরের। সঙ্গেও দেখা করেন মীরাবাঈ চানু।

Advertisement