• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ঐতিহাসিক সোনা জয় কার্লোস ইউনোর

প্যারিস: এবারের অলিম্পিক গেমসের জিমন্যাস্টিকসে ঐতিহাসিক সোনা জয়ের কৃতিত্ব দেখালেন ফিলিপিনসের কার্লোস ইউনা। এই জয়ের ফলে কার্লোস ইউনা সরকারের পক্ষ থেকে একটি বিলাসবহুল বাড়ি উপহার পেলেন। বলা হয়েছে, ফিলিপিনসের প্রথম জিমন্যাস্ট হিসেবে অলিম্পিক্সে সোনার পদক জিতে ইতিহাস গড়েছেন ইউনা। টোকিও অলিম্পিক্সে ভারোত্তোলনে ফিলিপিনসের হিদিলিন জিয়াজের পদক জয়ের পরে ইউনা এই কৃতিত্ব দেখালেন। Advertisement Advertisement

প্যারিস: এবারের অলিম্পিক গেমসের জিমন্যাস্টিকসে ঐতিহাসিক সোনা জয়ের কৃতিত্ব দেখালেন ফিলিপিনসের কার্লোস ইউনা। এই জয়ের ফলে কার্লোস ইউনা সরকারের পক্ষ থেকে একটি বিলাসবহুল বাড়ি উপহার পেলেন। বলা হয়েছে, ফিলিপিনসের প্রথম জিমন্যাস্ট হিসেবে অলিম্পিক্সে সোনার পদক জিতে ইতিহাস গড়েছেন ইউনা। টোকিও অলিম্পিক্সে ভারোত্তোলনে ফিলিপিনসের হিদিলিন জিয়াজের পদক জয়ের পরে ইউনা এই কৃতিত্ব দেখালেন।

Advertisement

Advertisement