• facebook
  • twitter
Thursday, 14 August, 2025

টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ভাবনায় বুমরা

খেলার জন্য, দেশের জন্য নিজেকে উজাড় করে দিতে তৈরি বুমরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরও সিলেক্টিভ ও স্মার্ট হতে হবে বলে মনে করেন বুমরা।

ফাইল চিত্র

ভারতীয় ক্রিকেট দলে এই মুহূর্তে অপরিহার্য বোলার হিসেবে যশপ্রীত বুমরা ছাড়া অন্য কাউকে সেইভাবে ভাবা সম্ভব নয়। তারই মধ্যে যশপ্রীত বুমরা নিজে অন্য কথা বলতে শুরু করেছেন। এই তো কয়েকদিন আগে হঠাৎই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাহলে কি রোহিত ও বিরাটের পথ অনুসরণ করে বুমরাও অবসরের ভাবনা শুরু করে দিয়েছেন? ৩১ বছর বয়সী ভারতের এই তারকা ফুটবলার ইতিমধ্যেই ৪৫টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন। খেলেছেন ৮৯টি একদিনের ম্যাচ এবং ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে ১৪৩টি আইপিএল ম্যাচ খেলেছেন বুমরা। অবশ্য এখন অপেক্ষা ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সঙ্গে উড়ে যাওয়া। পাশাপাশি দেশের তারকা পেসার সুদূরপ্রসারী ভাবনার কথাও জানিয়েছেন।

খেলার জন্য, দেশের জন্য নিজেকে উজাড় করে দিতে তৈরি বুমরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরও সিলেক্টিভ ও স্মার্ট হতে হবে বলে মনে করেন বুমরা। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘অবশ্যই, যে কোনও ব্যক্তির পক্ষে এত দিন ধরে সবকিছুতে খেলা কঠিন। আমি বেশ কিছুদিন ধরে এটা করছি। কিন্তু একটা সময়ের পর অবশেষে নিজেকে বুঝতে হবে, শরীর সেইভাবে পারমিট করে না। নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট কোনটা।’

একদিকে ২০২৬ সালের বিশ্বকাপে খেলার কথা ভাবছেন বুমরা। পাশাপাশি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার ইচ্ছেও প্রকাশ করেছেন বুমরা। তিনি বলেন, ‘এখনও অবধি সফরটা ভালোই চলছে। যেদিন বুঝতে পারব যে, আমার চেষ্টা শেষ হয়ে গিয়েছে অথবা আমার চেষ্টাটা আর নেই, সেই সঙ্গে আমার শরীর আর দিচ্ছে না, তখনই নিজেকে সরিয়ে নেব।’

এখানে উল্লেখ করা যেতে পারে, যশপ্রীত বুমরা ইতিমধ্যেই ভারতীয় দলের অধিনায়ক হয়ে নজর কেড়েছেন। কিন্তু ইংল্যান্ড সফরে তাঁকে অধিনায়ক না করে তরুণ ক্রিকেটারের উপরে ভরসা রেখেছেন নির্বাচকরা। গত অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের প্রথম টেস্ট ম্যাচে বুমরা অধিনায়কের দায়িত্ব নিয়ে জয় পেয়েছিলেন। আবার পঞ্চম বা শেষ টেস্ট ম্যাচে অধিনায়ক হিসেবে মাঠে নামলেও, ওই খেলায় কাঁধে চোট পেয়েছিলেন। তার পর থেকে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে জায়গা হয়নি চোটের কারণে। আইপিএল ক্রিকেটে চোট সারিয়ে খেললেওএ ইংল্যান্ড সফরে তিনি পাঁচটি টেস্ট খেলতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। হয়তো তিনি তিনটি টেস্ট ম্যাচ খেলে সরে দাঁড়াবেন। এই ভাবনাতেই কি রোহিত ও কোহলির মতো টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন!