• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইংল্যান্ডে রেকর্ডের সামনে বুমরা

ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তার উইকেটসংখ্যা ৪৮। তার ঠিক পরেই রয়েছেন কপিল দেব। তিনি ১৩ ম্যাচে ৪৩ উইকেট নিয়েছেন। এই দুই বোলারের পর তৃতীয় স্থানে রয়েছেন বুমরা।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত -ইংল্যান্ড টেস্ট সিরিজ। সেই সিরিজেই নতুন এক রেকর্ড গড়ার সুযোগ রয়েছে বর্তমানে আইসিসির টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষে থাকা যশপ্রীত বুমরার সামনে। আসন্ন এই সিরিজে ভারতীয়দের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়তে পারেন তিনি। ছাপিয়ে যেতে পারেন ইশান্ত শর্মাকে। বর্তমানে, তার দখলেই রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তার উইকেটসংখ্যা ৪৮। তার ঠিক পরেই রয়েছেন কপিল দেব। তিনি ১৩ ম্যাচে ৪৩ উইকেট নিয়েছেন। এই দুই বোলারের পর তৃতীয় স্থানে রয়েছেন বুমরা।

বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে তার উইকেট সংখ্যা ৩৭। আর ইশান্ত শর্মাকে টপকে যেতে তার দরকার আর মাত্র ১৩ উইকেট। তাহলেই তিনি হবেন ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার। তবে, আগেই জানা গিয়েছে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের মধ্যে দু’টি ম্যাচে হয়তো বুমরাহকে পাবে না ভারত। কয়েক মাস আগে চোট সারিয়ে ফিরেছেন তিনি। তাই এখনই তাকে টেস্ট ক্রিকেটের মতো ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে পরপএ ম্যাচ খেলানোর ঝুঁকি নিতে চান না নির্বাচকরা।

Advertisement

অন্যদিকে, ইংল্যান্ডের মাটিতে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির রয়েছে জেমস অ্যান্ডারসনের। প্রাক্তন এই ইংলিশ পেসার ২২ টেস্ট খেলে মোট ১০৫ উইকেট নিয়েছেন। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছেন স্টুয়ার্ট ব্রড। ৬৪ উইকেট নিয়েছেন তিনি। তিন নম্বরে থাকা ফ্রেড ট্রুম্যান নিয়েছেন ৫৩ উইকেট। তবে এই সিরিজে শুধুমাত্র ইশান্তেরই নয় ট্রুম্যানের নজির ভাঙার সম্ভাবনা রয়েছে বুমরা’র সামনে। তার জন্য তার দরকার ১৭ উইকেট ।

Advertisement

Advertisement