• facebook
  • twitter
Thursday, 14 August, 2025

শীর্ষে বুমরা ও জাদেজা

এই তালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় হিসেবে প্রথম দশে রবীন্দ্র জাদেজা ছাড়া আর কেউ নেই। ২২০ রেটিং পয়েন্ট নিয়ে অক্ষর প্যাটেল দ্বাদশ স্থানে রয়েছেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতীয়দের মধ্যে নিজেদের শীর্ষস্থানে রয়েছেন বোলার যশপ্রীত বুমরা ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সম্প্রতি জিম্বাবোয়ের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে অলরাউন্ডারদের মধ্যে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন বাংলাদেশের ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। এই তালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় হিসেবে প্রথম দশে রবীন্দ্র জাদেজা ছাড়া আর কেউ নেই। ২২০ রেটিং পয়েন্ট নিয়ে অক্ষর প্যাটেল দ্বাদশ স্থানে রয়েছেন।

অন্যদিকে আইসিসির প্রকাশিত এই তালিকায় ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের মধ্যে নিজের শীর্ষস্থান বজায় রেখেছেন যশপ্রীত বুমরা। ব্যাটসম্যানদের মধ্যে প্রথম দশে স্থান পেয়েছেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ। জয়সওয়াল রয়েছেন চতুর্থ স্থানে আর পন্থের জায়গা হল দশম স্থানে। এই তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় তালিকায় একধাপ নেমে গিয়ে ভারত চতুর্থ স্থানে অবস্থান। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।