• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দাদার টাকায় ক্রিকেট খেলায় ফিরল ভাই

ভাইকে সাহায্য করতে এগিয়ে এলেন স্বয়ং নিজের দাদা। ম্যাচ গড়াপেটায় নাম জড়িয়ে পড়ার জন্য পাকিস্তান প্রিমিয়র লিগে খেলা বন্ধ হয়ে যেতে বসেছিল উমর আকমলের।

কামরান আকমাল (ছবিঃIANS)

ম্যাচ গড়াপেটায় যুক্ত হয়ে ক্রিকেট খেলাই প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু ভাইকে সাহায্য করতে এগিয়ে এলেন স্বয়ং নিজের দাদা। ম্যাচ গড়াপেটায় নাম জড়িয়ে পড়ার জন্য পাকিস্তান প্রিমিয়র লিগে খেলা বন্ধ হয়ে যেতে বসেছিল উমর আকমলের। পরে শান্তি কমানাে হয়েছিল তার।

কিন্তু সঙ্গে মােটা টাকা জরিমানা করা হয়। নিজের আর্থিক অবস্থা ভাল না থাকায় সেই জরিমানা কিস্তিতে‌দেওয়ার আবেদন করেছিলেন উমর। কিন্তু কোনও কথা মানতে নারাজ ছিল পাক ক্রিকেট বাের্ড।

Advertisement

এরপর তার দাদা কামরান আকমল এগিয়ে এসে পাকিস্তান ক্রিকেট বাের্ডকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা। দেওয়ার প্রতিশ্রুতি দেন। অবশেষে টাকা জমা পড়েছে পিসিবি’র কাছে।

Advertisement

তবে ক্রিকেটে ফেরার আগে বাের্ডের দুর্নীতিবিরােধী আইন অনুযায়ী রিহ্যাব করতে হবে তাকে। সেটা সম্পূর্ণ হলেই ক্রিকেটে ফিরতে পারলে।

Advertisement