• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আগ্রাসী ভূমিকায় বোলাররা, জয়ের খোঁজে এগিয়ে শুভমনরা

পোপকে এলবিডবলিউ করেন সিরাজ। তাঁর চ্যাট থেকে আসে ৪ রান। তৃতীয় উইকেটে খেলতে আসেন ওলি পোপের সঙ্গে জো রুট। জ্যাক ক্রলি আর বেশিক্ষণ ইউকেটে থাকতে পারেননি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারত ও ইংল্যান্ডের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে এমন একটা স্কোরবোর্ড দেখা গেল তা অভূতপূর্ব। অবশ্যই আগামীদিনে এই নিয়ে গবেষণা হতে পারে। একদিনের বা টি-টোয়েন্টি ক্রিকেটে এমন দৃশ্য দেখতে পাওয়া গেছে। কিন্তু গত শনিবার ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩৮৭ রানেই। তার আগেই ইংল্যান্ড দল প্রথম ইনিংসে ইতি টেনে ছিল ওই ৩৮৭ রানেই। অবাক হতে হয়। একটা সময় ভারত অবশ্যই ইংল্যান্ডের ৩৮৭ রানকে টপকে যাবে। কিন্তু থমকে যেতে হল ওই ৩৮৭ রানে। প্রথম ইনিংসে কোনও দল এগিয়ে থাকল না। তাই জয়ের লক্ষ্যে ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসটা ভাইটাল হয়ে গেল। ভারত যখন ৩৮৫ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল তখন আশা করা গিয়েছিল ইংল্যান্ডের রান সংখ্যাকে পিছনে ফেলা খুব একটা কঠিন হবে না। কিন্তু তা হল না। দুই দলের প্রথম ইনিংস একই জায়গায় থমকে যাওয়াটা হয়তো লর্ডসের মাঠে এই প্রথম।

তবে মনে হয় ইংল্যান্ড দল ইচ্ছাকৃতভাবে ঘুম পাড়ানি ক্রিকেট খেলছে। সময় নষ্ট করার খেলায় বেশি আগ্রহ প্রকাশ করছে তারা। উইকেট যেভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে তাতে ঘরের মাঠে রান পাওয়াটা কোনও চিন্তায় ফেলবে না ইংল্যান্ডকে তা অমূলক নয়। কিন্তু কোনওভাবে ইংল্যান্ড দল ঝুকি নিতে চায় না বলে ধীর গতিতে খেলবার চেষ্টা করেছে। রবিবার চতুর্থ দিনে ইংল্যান্ড খেলা শুরু করে বিনা উইকেটে ২ রান নিয়ে। মাঠে নামেন জ্যাক ক্রলি ২ রানে আর বিনা রানে বেন ডাকেট। স্বাভাবিকভবে সবার চোখ ছিল প্রথম ইনিংসে পাঁচ উইকেট পাওয়া জশপ্রীত বুমরার বোলিংয়ে। প্রধান অস্ত হিসেবে ভারত বুমরাকে ব্যবহার করে ইংল্যান্ড শিবিরে ধস আনার জন্যে। আবার দ্বিতীয় টেস্টে আকাশদীপ বোলিংয়ে নজর কেড়ে নিয়ে শিরোনামে উঠে আসেন।

Advertisement

সেই আকাশদীপ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংস একটাও উইকেট পাননি। তবে ভারতের অধিনায়ক শুভমন গিল চতুর্থ দিনে ইংল্যান্ড দলের দ্বিতীয় ইনিংস শেষ কর বার জন্যে চার পেসার দিয়ে আক্রমণ শানাতে থাকেন। ২২ রানের মাথায় ইংল্যান্ডের প্রথম উইকেটটি পড়ে। আউট হন বেন ডাকেট। তাঁর ব্যাট থেকে আসে ১২ রান। মহম্মদ সিরাজের বলে ডাকেট ধরা পড়েন যশপ্রীত বুমরার হাতে। দ্বিতীয় উইকেট জুটিতে জ্যাক ক্রলির সঙ্গে ওলি পোপ পোপ বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। সিরাজ আবার উইকেট পান। পোপকে এলবিডবলিউ করেন সিরাজ। তাঁর চ্যাট থেকে আসে ৪ রান। তৃতীয় উইকেটে খেলতে আসেন ওলি পোপের সঙ্গে জো রুট। জ্যাক ক্রলি আর বেশিক্ষণ ইউকেটে থাকতে পারেননি।

Advertisement

তিনি নীতিশ কুমার রেড্ডির বলে ক্যাচ তুলে দেন যশস্বী জয়সওয়ালের হাতে। ক্রলি ২২ রান তোলার ফাঁকে ৪৯ টি বল খেলেন। আর তখন দলের রান সংখ্যা ছিল ৩ উইকেট হারিয়ে ৫০ রান। জো রুট ও হ্যারি ব্রুক কিছুটা ধরে খেলার চেষ্টা করেন। ধীরে ধীরে স্কোর বোর্ডে উঠতে থাকে। অধিনায়ক শুভমন এবারে নিয়ে আসেন আকাশদীপকে। অধিনায়ক শুভমন এবারে নিয়ে আসেন আকাশদীপকে। আকাশদীপের একটা বল মারতে গিয়ে জো রুট ফ্লাইট মিস করেন। সেই বল সরাসরি উইকেটে আঘাত করে। ইংল্যান্ডের চার উইকেট পড়ে যায় ৮৭ রানের মাথায়। হ্যারি ব্রুক ১৯ বলে ২৩ রান করে। পঞ্চম উইকেট জুটিতে জো রুটের সঙ্গে সঙ্গী হন অধিনায়ক বেন স্টোক। ২৫ ওভারের মধ্যে যশপ্রীত বুমরা একটাও উইকেট পাননি। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ড ৪ উইকেটে ৯৮ রান করেছে। ব্যাট করছেন জোরুট ১৭ এবং বেন স্টোকস ২ রানে। তবে বেশ চাপে রয়েছে ইংল্যান্ড দল তা বলতেই হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ড ৪ উইকেটে ১৫২ রান করেছে। ব্যাট করছেন জো রুট ৪০ ও বেন স্টোকস ২১ রানে।

Advertisement