• facebook
  • twitter
Monday, 19 January, 2026

আজ ইন্দোরে তৃতীয় একদিনের ম্যাচ জিততে মরিয়া নিউজিল্যান্ড ও ভারত

সিরিজ দখলে রাখতে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তৃতীয় বা শেষ ম্যাচে রবিবার মাঠে নামছে ভারত। প্রথম ম্যাচে ভারত জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড জয় ছিনিয়ে নিয়ে খেলায় সমতা ফিরিয়ে আনে। তাই স্বাভাবিকভাবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি দু’দলের কাছে শক্তি পরীক্ষার খেলা। দুই দলই চাইবে জয় নিশ্চিত করে সিরিজ তাদের দখলে রাখা। অর্থাৎ এই ম্যাচটি ‘ডু অর ডাই’। রাজকোটের মাঠে ভারতীয় দলের বোলাররা সেই অর্থে একেবারে নির্বিষ ছিলেন। অর্থাৎ নিউজিল্যান্ডের ক্রিকেটাররা কোনও সময়ের জন্যই ভীত হননি। এমনকি উইল ইয়ং এবং ড্যারিল মিচেল যেভাবে ব্যাট করেছেন, তার জন্য অভিনন্দন তোলা থাকবে। ইয়ং অল্পের জন্য শতরান থেকে বঞ্চিত হলেও মিচেল শতরান করে দলের জয়কে নিশ্চিত করে দেন। ভারত প্রতিপক্ষ দলের বোলার ও ব্যাটসম্যানদের সঙ্গে সেইভাবে মোকাবিলা করতেই পারেনি। যার ফলে হারটা ভারতকে মেনে নিতেই হয়।

পরবর্তী সময়ে কোচ গম্ভীরের ভুল সিদ্ধান্ত নিয়ে প্রচুর সমালোচনা শুনতে পাওয়া গিয়েছে। সেই ভুলটা যাতে আবার না হয়, সেদিকেই নজর থাকবে কোচের। ভারতীয় দলে কোনও পরিবর্তন হবে কিনা, তা নিয়ে কোচ কিছু বলতে চাননি। তবে রোহিত শর্মা ও শুভমন গিল ওপেন করতে আসবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। রোহিত পরপর দুটো ম্যাচে সেইভাবে রান করতে পারেননি। কিন্তু নিজেকে তৃতীয় ম্যাচে প্রকাশ করতে চাইছেন। শুভমন গিল গত ম্যাচে অর্ধ শতরান করলেও তাঁর কাছ থেকে অধিনায়োকচিত ব্যাট দেখার অপেক্ষায় থাকবেন দর্শকরা। বিরাট কোহলির কাছে বড় আশা করা যেতেই পারে। শ্রেয়স আইয়ার এখনও পর্যন্ত ভালো রান করতে পারেননি। তবে ভারতীয় দলে হাল ধরেছিলেন দ্বিতীয় ম্যাচে লোকেশ রাহুল।

Advertisement

লোকেশের ব্যাট থেকে শতরান এসেছিল, কিন্তু সেই শতরান কাজে লাগেনি। ভারতকে হারতে হয় নিউজিল্যান্ডের কাছে। নিউজিল্যান্ডের বোলাররাও খুব একটা খারাপ ফর্মে নেই। তাই জেমিসন, জাক ফোকস, ক্রিস্টিয়ান ক্লার্ক, জেডেন লেনক্স, মাইকেল ব্রেসওয়েলথ ও গ্লেন ফিলিপস যেভাবে ভারতীয় শিবিরে চাপ সৃষ্টি করেছেন, তার জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। অন্যদিকে ভারতীয় বোলাররা যদি নিজেদের সেইভাবে প্রতিপক্ষ দলকে ভয়ের মধ্যে না রাখতে পারেন, তাহলে বিপদ কিন্তু কথা বলবে। সেই কারণেই মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবদের আরও মুন্সিয়ানার পরিচয় দিতে হবে।

Advertisement

রাজকোটের মতো ইন্দোরেও পাটা ব্যায়টিং উইকেট হয়। যার অর্থ ব্যাধটাসম্যানরা অনেক বেশি সুবিধে পাবেন। এই ম্যাাচে টিম কম্বিনেশনে হয়তো একটু বদল আসতে পারে। আর্শদীপ সিংকে প্রথম দু’টো ম্যা চে বাইরে রাখা নিয়ে গম্ভীরের সমালোচনা হয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণ খুব একটা খারাপ বোলিং করেননি ঠিকই। কিন্তু নিউজিল্যায়ন্ড ব্যােটসম্যাদের সেভাবে বিপদে ফেলতে পারেননি। তাই ম্যাকচে আর্শদীপকে খেলানোর কথা ভাবা হয়েছে।

তবে ইন্দোরে ওয়ানডে সিরিজ জয়ের যুদ্ধে ভারতের দুই বড় ভরসার নাম বিরাট কোহলি আর রোহিত শর্মা। বিরাট প্রথম ম্যা চে বড় রান পেয়েছিলেন। রোহিত অবশ্যক দু’টো ম্যা চে শুরুটা ভালো করেও আউট হয়ে গিয়েছেন। ‘রো-কো’ ফর্মে থাকলে ভারতের সিরিজ জয়ের কাজটা নিশ্চিত সহজ হয়ে যাবে।

Advertisement