• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দিল্লি দলে বাংলাদেশের মুস্তাফিজুর

বেশির ভাগ বিদেশি ক্রিকেটারই আইপিএল খেলতে ভারতে ফিরবেন। ব্যতিক্রম দিল্লি ক্যাপিটালসের জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক এবং চেন্নাই সুপার কিংসের জেমি ওভারটন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

চলতি মরশুমে বাংলাদেশের কোনও ক্রিকেটার আইপিএল খেলতে আসেননি। এমনকি বাংলদেশের কোনও ক্রিকেটার নিলামে জায়গাও পাননি। হয়তো সেই কারণেই বাংলাদেশের কোনও ক্রিকেটারকে কোনও দলের হয়ে খেলতে দেখা যায়নি। সেই দেশের মুস্তাফিজুর রহমানকে দলে নিল দিল্লি ক্যাপিটালস। বিসিসিআই নতুন নিয়ম চালু করে ভারত ও পাকিস্তানের যুদ্ধ আবহে। বন্ধ থাকা আইপিএল খেলা আবার শুরু হচ্ছে। নতুন নিয়মে বলা হয়েছে কোনও বিদেশি ক্রিকেটার যদি খেলতে না চান, তাহলে নতুন কোনও খেলোয়াড়কে নিতে পারবে দল। এই ক্রিকেটারদের পরের আইপিএলের জন্য রাখতে পারবে না কোনও দলই।

জানা গেছে, বেশির ভাগ বিদেশি ক্রিকেটারই আইপিএল খেলতে ভারতে ফিরবেন। ব্যতিক্রম দিল্লি ক্যাপিটালসের জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক এবং চেন্নাই সুপার কিংসের জেমি ওভারটন। ম্যাকগার্কের জায়গায় মুস্তাফিজ়ুরকে সই করিয়েছে দিল্লি। ৬ কোটি টাকা পাবেন বাংলাদেশি পেসার। যদিও দিল্লির শেষ তিনটি ম্যাচেই তাঁকে পাওয়া যাবে কি না তা স্পষ্ট নয়। বাংলাদেশের হয়ে খেলতে সংযুক্ত আরব আমিরশাহি গিয়েছেন মুস্তাফিজ়ুর। ১৭ এবং ১৯ মে ম্যাচ রয়েছে দুই দেশের। ফলে ১৮ মে দিল্লির হয়ে খেলা হবে না বাংলাদেশের বোলার মুস্তাফিজুরের।

Advertisement

Advertisement

Advertisement