সল্টলেক সাই কমপ্লেক্সে মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল বিশেষ ক্ষমতা সম্পন্ন ক্রীড়াবিদদের ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে ২২টি রাজ্যে ক্রীড়াবিদরা মার্চপাস্টে সবার নজর কেড়ে নেয়। তাঁরা বুঝিয়ে দিয়েছেন সাধারণ ক্রীড়াবিদদের থেকে কোনও অংশে কম নন। শুধু তাই নয় তাঁদের ইচ্ছা শক্তি ও একাগ্রতা প্রমাণ করে দিয়েছে এই সমাজে তাঁরা বড় ভূমিকা নিতে পারেন।
এই প্রতিযোগিতার উদ্বোধন করেন স্পেশাল অলিম্পিক কনফেডারেশনের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সুশীল পোদ্দার। ছিলেন বিজিএস গ্রুপের ডাইরেক্টর ও মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত। ছিলেন স্টেট কাউন্সিলের রুচিকা গুপ্ত, অরুণা তাঁতিয়া, রণজিৎ ভুতোরিয়া ও অন্যান্য বিশিষ্ট ক্রীড়াবিদরা। স্পেশাল অলিম্পিক ভারত সভাপতি পবন কুমার পাটোদিয়া বলেন, এই বাংলায় একেবারে তৃণমূল স্তর থেকে বিশেষ ক্ষমতা সম্পন্ন খেলোয়াড়রা নিজেদের যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করে নতুন পথ দেখিয়েছে। তাঁদের লক্ষ্য আগামী দিনে নতুন ভারত গড়বে তাঁরা। পবন পাটোদিয়া আরও বলেন ভারত সরকারের কাছে অনুরোধ করব আগামী দিনে এই ক্ষমতা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য অলিম্পিক গেমস আয়োজন করা হোক।
Advertisement
এখানে উল্লেখ করা যেতে পারে, ২০২৩ সালে বার্লিন অলিম্পিক গেমসে ভারতের প্রতিনিধিরা ২০০টি পদক তুলে এনেছিলেন। ২০২৫ সালে তুরিন শীতকালীন গেমসে ভারতের অ্যাথলিটরা ৩৩টা পদক জয় করেছিলেন। ভারত ইতিমধ্যে সুইডেনে অনুষ্ঠিত গথিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। আগামী ২০২৭ সালে স্পেশাল অলিম্পিক গেমসে চিলিতে নিশ্চয় আরও ভালো ফলাফল করবে বলে বিশ্বাস। আগামী ২০ নভেম্বর পর্যন্ত লিগ কাম নকআউট ফুটবলে অংশ নেবেন বিশেষ ক্ষমতা সম্পন্ন ফুটবলাররা।
Advertisement
Advertisement



