এক ম্যাচ সাসপেন্ড হলেন আসন ভিল্লার কোচ ডিন স্মিথ। বুধবারের ম্যাচে মাঠের সাইড লাইন থেকে ম্যাচ অফিসিয়ালদের ভাষায় গালিগালাজ এবং মাঠে রেফারিদের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়ায় এক ম্যাচ সাসপেন্ড হতে হল ভিল্লার কোচকে।
শুক্রবার তিনি জানান, আমার সেদিন মাথা গরম হয়ে গিয়েছিল ম্যাচের পরিস্থিতি অনুযায়ী। নিজেকে সামলে উঠতে পারিনি। আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে । তার জন্য আমার যা শাস্তি প্রাপ্য তা আমি পেয়েছি। এবং আমার এতে কোনও কষ্ট নেই আর হ্যাঁ, যা হওয়ার হয়ে গিয়েছে এটা এখানেই বন্ধ হােক। আর যেন পরে এই ব্যাপারটা নিয়ে না আলােচনা হয় সেটাই আমি চাই।
Advertisement
Advertisement
Advertisement



