বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান। এবার আরও এক অনন্য নজির গড়লেন অভিষেক শর্মা। একমাত্র ভারতীয় ব্যাট হিসাবে এক বছরে ১০০ ছক্কা মারলেন এই তরুণ ক্রিকেটার।
এর আগে কোনও ভারতীয় টি-২০তে ১০০ ছক্কা মারতে পারেননি। চলতি বছরে স্বপ্নের ফর্মে রয়েছেন অভিষেক। এবাব তাঁর সাফল্যের মুকুটে আরও একটি পালক জুড়ল।
বর্তমানে ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত পাঞ্জাবের অভিষেক। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার বিরুদ্ধে ৩২ বলে শতরান করেন। মহম্মদ শামি, আকাশ দীপের মতো বোলারদের সেই ভাবে পাত্তা দেননি অভিষেক। শেষ পর্যন্ত ৫২ বলে ১৪৮ রান করে সবার নজর কেড়ে নেন তিনি। ১৬টি ছক্কা মারেন ওইরান করার ফাঁকে। সার্ভিসেসের বিরুদ্ধেও আবার ঝড় তোলেন অভিষেক। মাত্র ৩৪ বলে ৬২ রান করেন। সার্ভিসেস ম্যাচেই নজির গড়েন অভিষেক। একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসাবে টি-২০ ক্রিকেটে একবছরে ১০০ ছক্কা মারার নজির এখন তাঁর দখলে। এখনও পর্যন্ত সবধরণের টি-২০ ক্রিকেট মিলিয়ে ১০১টি ছক্কা মারার কৃতিত্ব অভিষেকের। ২০২৫ সালের এখনও একাধিক ম্যাচ খেলবেন বিশ্বের সেরা টি-২০ ব্যাটসম্যান। সেখানে আরও ছক্কা মারবেন অভিষেক। সেকথা নতুন করে বলার দরকার নেই। চলতি বছরে ১৪৯৯ রান এসেছে অভিষেকের ব্যাট থেকে। ৯টি অর্ধ শতরান,৩টি শতরান করেছেন ভারতীয় এই ওপেনার।
Advertisement
এখনও পর্যন্ত সৈয়দ মুস্তাক আলির তৃতীয় সর্বোচ্চ রান করার কৃতিত্ব অভিষেকের। চলতি বছরেই আরও এক নজির গড়েছিলেন অভিষেক। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বল খেলে দ্রুততম ৫০টি ছক্কা মারেন তিনি। মাত্র ৩৩১ বলে এই অবাক করা মাইলফলক স্পর্শ করেন। বছরের শেষে আরও এক নজির গড়লেন পাঞ্জাবের অভিষেক।
Advertisement
Advertisement



