ইডেনের মাঠে চলছে রঞ্জি ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। খেলছে শক্তিশালী মুম্বই ও হরিয়ানা দল। মুম্বই দলে খেলছেন অজিঙ্কা রাহানে ও সূর্যকুমার যাদবরা। রয়েছেন শিবম দুবে। শনিবারের খেলার শেষে মুম্বই দল ৮ উইকেটে ২৭৮ রান করে। সেই রানকে রবিবার মুম্বই দল ৩১৫ রানে ইনিংস শেষ করে। জবাবে লড়াই করতে নেমে হরিয়ানার ক্রিকেটাররা আগ্রাসী ভূমিকা নিয়ে খেলতে থাকেন। দ্বিতীয় দিনের শেষে হরিয়ানা ৫ উইকেটে ২৬৩ রান তুলেছে। এখনও ৫২ রানে পিছিয়ে রয়েছে। নিঃসন্দেহে বলা যায় হরিয়ানা বেশ ভালো জায়গায় রয়েছে। এখনও তাদের হাতে রয়েছে ৫টি উইকেট।
মুম্বই দলের তনুশ কোটিয়ান মাত্র তিন রানের জন্যে শতরান থেকে বঞ্চিত হলেন। তনুশ ১৭৩ বলে ৯৭ রান করার ফাঁকে ১৩টি চার এসেছে তাঁর ব্যাট থেকে। হরিয়ানার অংশুল কম্বোজ ও সুমিত কুমার তিনটি করে উইকেট নেন। মুম্বই দলের শামস মুলানি ও তনুশ কোটিয়ান ২টি করে উইকেট পান। এখন দেখার বিষয় তৃতীয় দিনে সোমবার মুম্বইয়ের বোলাররা কত তাড়াতাড়ি হরিয়ানাকে আউট করতে পারেন।