আগামী মাসেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। ১৯ অক্টোবর থেকে শুরু হবে অস্ট্রেলিয়া সিরিজ। ইতিমধ্যেই ভারতীয় দলে কারা জায়গা পাবেন, তার একটা প্রাথমিক তালিকা তৈরি করে ফেলেছেন নির্বাচকরা। এই দলে নতুন মুখ দেখতে পাওয়া যাবে বলে অনেকেই আশাবাদী। যে নামটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, তিনি হলেন অভিষেক শর্মা। আসলে এশিয়া কাপ ক্রিকেটে অধিনায়ক সূর্যকুমার যাদব ব্রিগেড সবচেয়ে বেশি ভারতের স্কোরবোর্ডে রান উপহার দিয়েছেন অভিষেক শর্মা।
শুধু তাই নয়, অভিষেকের বিধ্বংসী ব্যাটিং নির্বাচকদের নজর কেড়ে নিয়েছে। নির্বাচকদের পাশাপাশি ক্রিকেট বিশেষজ্ঞদের আলোচনায় শিরোনামে জায়গা করে নিয়েছেন অভিষেক। পাকিস্তানের বিরুদ্ধে তিনি যে স্টাইলে খেলেছেন, সেটা অবশ্যই সবাইকে চমক দেওয়ার মতো। যখনই প্রয়োজন হয়েছে, অভিষেক দ্রুতগতিতে যেমন রান তুলেছেন, তেমনই আবার সতীর্থ ওপেনার শুভমন গিলকে জায়গা করে দেওয়ার জন্য সচেতন থেকেছেন। এটাই হল একজন দক্ষ ক্রিকেটারের চরিত্র। সেই কারণেই হয়তো ওপেনার ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার জায়গায় এমন একজন ওপেনারকে প্রয়োজন রয়েছে, যিনি দলটাকে ভালো জায়গায় পৌঁছে দিতে জানেন। সেই জায়গাটা ভরাট করতে পারেন অভিষেক। দীর্ঘদিন ধরেই অভিষেকের প্রতি নজর রয়েছে নির্বাচকদের।
Advertisement
ইতিমধ্যেই ২৫ বছর বয়সী অভিষেক শর্মা এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহকে নাম লিখিয়ে ফেলেছেন। চার ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ১৭৩ রান। স্বাভাবিকভাবেই তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট বেশ ভালো জায়গায় রয়েছে। তিনি বুঝিয়ে দিয়েছেন দুবাইয়ে মন্থর উইকেটে দাঁড়িয়ে কীভাবে ব্যাটের ঝড় তোলা যায়। নির্বাচকদের ভাবনায় অবশ্যই নতুন মুখ বলতেই অভিষেক, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তিনি শুধু যে ব্যাট করেন তাই নয়, ভালো স্পিন বল করে থাকেন। তাই কোচ গৌতম গম্ভীরের প্রথম পছন্দের তালিকায় অভিষেকের নামটা বড় করে দেখা দিয়েছে। রাজ্য দলের একদিনের ক্রিকেটে বেশ ভালো জায়গায় রয়েছেন। ৬১টি ম্যাচে ২০১৪ রান করেছেন। আর বোলার হিসেবে ৩৮টি উইকেট তাঁর দখলে রয়েছে।
কিন্তু এখন প্রশ্ন, একদিনের ক্রিকেটে অভিষেক যদি ভারতীয় দলে চলে আসেন, সেক্ষেত্রে বাদের তালিকায় কে যাবেন? আগামী বিশ্বকাপ এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে। তার মধ্যে ভারতীয় দল ২৭টি একদিনের ম্যাচ খেলবে।
Advertisement
সেক্ষেত্রে শুভমন গিলকে যদি এই ফরম্যাটে ওপেন করতে ডাকা হয়, তাহলে অভিষেকের জায়গা কোথায় হবে? হয়তো অনেকে ভাবছেন, একদিনের ক্রিকেটে রোহিত আর নাও খেলতে পারেন।
তখন অভিষেকের নামটাই সবার কাছে পৌঁছে যাবে। আবার প্রশ্ন উঠতে পারে, যশস্বী জয়সওয়াল কী করবেন? তাই নির্বাচকরা চেষ্টা করবেন এমন একটা ভারতীয় দল গঠন করতে, একদিনের বিশ্বকাপে যাঁরা যে কোনও প্রতিপক্ষ দলের বিরুদ্ধে লড়াই করার মতো মানসিকতা তৈরি করতে পারেন। তবে, এই মুহূর্তে এশিয়া কাপ ক্রিকেট দেখার জন্য দুবাইতে রয়েছেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর। হয়তো সেখানে বসেই কোচ গৌতম গম্ভীরের সঙ্গে প্রধান নির্বাচক কথা বলে একটা প্রাথমিক পর্যায়ে ভারতীয় দল গঠন করে রাখতে পারেন। সবই নির্ভর করবে আগামী একদিনের ক্রিকেট ম্যাচগুলির উপরে ভারতের কোন ব্যাটসম্যান জায়গা করে নিতে পারেন।
Advertisement



