• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

ঈশান ছিটকে যাওয়ায় পূর্বাঞ্চল দলকে নেতৃত্ব দিতে পারেন অভিমন্যু

অধিনায়ক হিসেবে যথেষ্ট সফল অভিমন্যু। দীর্ঘদিন ধরে বাংলার রঞ্জি দলকে বেশ সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন তিনি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের দলীপ ট্রফি। তার আগেই চোটের কারণে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিষান, যা নিঃসন্দেহে বড় ধাক্কা তাঁদের জন্য। চোট সারাতে বেশ কিছুদিন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব করছিলেন তিনি। জানা গিয়েছে, তাঁর চোট সারতে আরও কিছুদিন সময় লাগবে। সেই জায়গায় ওড়িশার ক্রিকেটার আশীর্বাদ সাঁই পূর্বাঞ্চল দলে সুযোগ পেলেন। এদিকে ঈশান ছিটকে যাওয়ায় বাংলার অভিমন্যু ঈশ্বরণ পূর্বাঞ্চল দলে অধিনায়ক নির্বাচিত হয়েছেন।

তবে এখনও সরকারিভাবে তাঁর নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়নি। অভিমন্যু যদি দলীপ ট্রফিতে ভালো খেলতে পারেন তাহলে তাঁর জাতীয় দলের জায়গা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে। আগামী অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। সেখানে প্রাথমিকভাবে বাংলার এই ক্রিকেটারকে সুযোগ দেওয়ার কথা ইতিমধ্যেই জানিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।

Advertisement

এক্ষেত্রে বলা যায়, অধিনায়ক হিসেবে যথেষ্ট সফল অভিমন্যু। দীর্ঘদিন ধরে বাংলার রঞ্জি দলকে বেশ সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন তিনি। পাশাপাশি, বেশকিছু সিরিজে ভারতীয় -এ দলকেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

Advertisement

Advertisement