• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভারতীয় ফুটবল দলের প্রস্তুতি শিবিরে ঘরের ছেলে একজন

সুযোগ পেয়েছেন বিশাল কাইথ, শুভাশিস বোস, সুহেল ভাটের মতো তারকারা। এই প্রথমবার ভারতীয় শিবিরে ডাক পেলেন জম্মু-কাশ্মীরের তারকা সুহেল।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতীয় ফুটবলের প্রস্তুতি শিবিরে ২৮ জনের সম্ভাব্য দলে বাংলার ফুটবলার বলতেই মাত্র একজন ডাক পেয়েছেন। তিনি হলেন মোহনবাগান ক্লাবের শুভাশিস বসু। অবশ্য বাংলা থেকে ১০ জনের নাম থাকলেও, ৯ জন হচ্ছেন ভিনরাজ্যের ফুটবলার। কিন্তু প্রশ্ন থেকেই গেল জাতীয় ফুটবলে বাংলা দল চ্যাম্পিয়ন হলেও সেই দল থেকে একজনেরও ডাক এল না ভারতীয় শিবিরে। এতদিন বড় গলায় বলা হচ্ছিল, জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার পরে বাংলায় আবার সোনালি দিন ফিরে এসেছে। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারতীয় ফুটবল দল হংকংয়ের মুখোমুখি হবে। আর তার ঠিক আগেই ভারতীয় দলের কোচ মানোলো মার্কুয়েজ কলকাতায় ভারতীয় দলের প্রস্তুতি শিবিরের জন্য ২৮ জনের সম্ভাব্য দল ঘোষণা করেছেন। এই শিবিরে মোহনবাগানের সাতজন ফুটবলার ডাক পেয়েছেন।

সুযোগ পেয়েছেন বিশাল কাইথ, শুভাশিস বোস, সুহেল ভাটের মতো তারকারা। এই প্রথমবার ভারতীয় শিবিরে ডাক পেলেন জম্মু-কাশ্মীরের তারকা সুহেল। অন্যদিকে সুনীল ছেত্রীকেও রাখা হয়েছে এই শিবিরে। রয়েছেন মনবীর সিং, লালিয়ানজুয়ালা ছাংতেরা, সাহাল আব্দুল সামাদও। আগামী ৪ জুন থাইল্যান্ডের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে ভারত। খেলাটি হবে ব্যাঙ্ককে। প্রস্তুতি ম্যাচের আগে কলকাতায় ১০ দিনের প্রস্তুতি শিবির।

Advertisement

১৮ মে কলকাতায় প্রস্তুতি শিবির শুরু করবে ভারত। ১১ দিনের প্রস্তুতি সেরে ২৯ মে থাইল্যান্ড উড়ে যাবে ‘ব্লু টাইগার্স’। ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে হংকংয়ের বিরুদ্ধে নামার আগে দলের দুর্বলতা ও শক্তি যাচাই করে নিতে পারবেন ভারতের কোচ মানোলো।

Advertisement

ভারতীয় দলে যাঁরা ডাক পেলেন— গোলকিপার— হৃত্বিক তিওয়ারি, বিশাল কাইথ, গুরমিত সিং, অমরিন্দর সিং, ডিফেন্ডার— নাওরেম রোশন সিং, রাহুল ভেকে, কনশাম চিংলেনসানা সিং, আনোয়ার আলি, থাঙ্গজাম বরিস সিং, সন্দেশ জিঙ্গাল, আশিস রাই, শুভাশিস বোস, মেহতাব সিং, তেকচাম অভিষেক সিং, নিখিল প্রভু। মিডফিল্ডার— সুরেশ সিং ওয়াংজাম, নাওরেম মহেশ সিং, আয়ুশ দেব ছেত্রী, উদান্তা সিং কুমাম, লালেংমাভিয়া রালতে (অপুইয়া), লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ন, ব্র্যান্ডন ফার্নান্দেজ। ফরোয়ার্ড— সুনীল ছেত্রী, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, সুহেল আহমেদ ভাট, লালিয়ানজুয়ালা ছাংতে।

Advertisement