• facebook
  • twitter
Saturday, 5 October, 2024

ভলিবলের দলবদলের প্রথম দিনেই ১৮০ জন সই করলেন

রাজ্য ভলিবল সংস্থার সচিব পল্টু রায় চৌধুরী থেকে শুরু করে কলকাতা পুর নিগমের জনপ্রতিনিধি মোনালিসা ব্যানার্জি, পিনাকি ঘোষ, পিন্টু লাল, প্রাক্তান জাতীয় ভলিবলার প্রকাশ রায় ও প্রসেনজিৎ দত্তকে ব্যস্ত দেখা গেল।

একটা সময় কলকাতা ফুটবলের মতো রাজ্য ভলিবল সংস্থা তাঁবুতেও ভলিবলের দলবদলের দারুন উত্তেজনা দেখতে পাওয়া যেত। সেটা এখন গল্পকথা হলেও রাজ্য ভলিবল সংস্থার পরিচালনায় দলবদলের উৎসাহ একেবারেই যে হারিয়ে যায়নি তা চোখে পড়ল বুধবার। তিন দিনের এই দলবদলের প্রথম দিনেই প্রায় ১৮০ জন ভলিবল খেলোয়াড় দলবদলে নাম লেখালেন।

এমনকি দেখতে পাওয়া গেল রাজ্য ভলিবল মাঠে অনেক ভলিবল খেলোয়াড়দের অভিভাবকরাও ভিড় করেছেন। রাজ্য ভলিবল সংস্থার সচিব পল্টু রায় চৌধুরী থেকে শুরু করে কলকাতা পুর নিগমের জনপ্রতিনিধি মোনালিসা ব্যানার্জি, পিনাকি ঘোষ, পিন্টু লাল, প্রাক্তান জাতীয় ভলিবলার প্রকাশ রায় ও প্রসেনজিৎ দত্তকে ব্যস্ত দেখা গেল।

এদিন উল্লেখযোগ্যভাবে ঘর গুছিয়ে নিলে চেতলা অগ্রনী, কলকাতা পুলিশ ও কলকাতা পোর্টট্রাস্ট। ভালো দল গড়েছেন বালী দেশবন্ধু ও সাউথ সুবার্বান ভলিবল ক্লাব। মেয়েদের মধ্যে ভালো দল করেছে গড়িয়া কল্যাণ পরিষদ, উদয়ন সংঘ, সালকিয়া অ্যাসোসিয়েশন ও মগড়া ভলিবল অ্যাকাডেমি।