• facebook
  • twitter
Friday, 13 September, 2024

রোহিতকে নিয়ে জল্পনা মুম্বই ইন্ডিয়ান্স দলে

মুম্বই— আইপিএল ক্রিকেট শুরু হওয়ার একদিন আগে একটু হালকা মেজাজে মুম্বই ইন্ডিয়ান দলের ক্রিকেটাররা সময় কাটালেন৷ ‘টিম বন্ডিং’ সেশনে হার্দিক পাণ্ডিয়া থেকে ইশান কিষাণদের সঙ্গে কোচিং স্টাফরা থাকলেও দেখা গেল না দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে৷ খেলার শুরুর ঠিক একদিন আগেই সবাই খোলা মনে বুধবার ঘুরে এলেন আলিবাগে৷ মুম্বইয়ের ক্রিকেটাররা খুশিমনে লঞ্চে চড়বেন৷ তারপরে ‘পেন্টবল

মুম্বই— আইপিএল ক্রিকেট শুরু হওয়ার একদিন আগে একটু হালকা মেজাজে মুম্বই ইন্ডিয়ান দলের ক্রিকেটাররা সময় কাটালেন৷ ‘টিম বন্ডিং’ সেশনে হার্দিক পাণ্ডিয়া থেকে ইশান কিষাণদের সঙ্গে কোচিং স্টাফরা থাকলেও দেখা গেল না দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে৷ খেলার শুরুর ঠিক একদিন আগেই সবাই খোলা মনে বুধবার ঘুরে এলেন আলিবাগে৷ মুম্বইয়ের ক্রিকেটাররা খুশিমনে লঞ্চে চড়বেন৷ তারপরে ‘পেন্টবল ব্যাটল’ খেললেন হার্দিক পাণ্ডিয়া সহ অন্য সতীর্থ খেলোয়াড়রা৷ উপভোগ করলেন পুরো দিনটা৷ খুশির আনন্দে তাঁরা নিজেদের মধ্যে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন৷ কিন্ত্ত মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে দেখতে না পাওয়ায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে৷ সবার মুখেই একটা কথা শোনা গেল, রোহিতের গড়হাজিরাটা কেন৷ তাহলেকি এখনও পর্যন্ত তিনি মুম্বইয়ের খেলোয়াড়দের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারছেন না? আবার এই প্রশ্নও উঠেছে, রোহিতের সঙ্গে কি হার্দিক পাণ্ডিয়ার দূরত্ব বাড়ছে? আসলে দলের অধিনায়ক না হওয়াতে রোহিত শর্মা কি মনোক্ষুণ্ণ হয়েছেন? সেই জন্যই দলের মধ্যে যে একতা, সেই জায়গায় যেতে তাঁর ইচ্ছে হচ্ছে না? রোহিত নিজেও কাউকে কোনও কথা জানাননি৷ কিন্ত্ত অনুশীলনে রোহিতকে সেই অর্থে স্বাভাবিকও দেখা গেছে৷ নেটে চেনা মেজাজে ব্যাট করেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা৷ দলের সংহতি বাড়িয়ে তুলতে যে ‘টিম বন্ডিং’ তৈরি করা হয়েছিল, সেই জায়গায় রোহিত কেন গেলেন না, এই নিয়ে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে৷ আসলে প্রতিযোগিতায় ভালো ফলের জন্য এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ অথচ রোহিত সেখানে নেই৷

রোহিতের অনুপস্থিতিতে দলের সতীর্থ খেলোয়াড়রা খুব একটা ভালো চোখে দেখেননি, তা বলা যেতেই পারে৷ হার্দিক পাণ্ডিয়াকে যখন দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছিল, তখনই রোহিত শর্মা মানসিকভাবে সরে এসেছিলেন৷ এমনকি, তাঁর শরীরী ভাষায় প্রকাশ পেয়েছিল দলের কর্মর্তাদের এই সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারছেন না৷ এটা অবশ্যই রোহিতের এই ভাবনাকে অন্য চোখে দেখা যেতেই পারে৷ কিন্ত্ত এখানেও প্রশ্ন থাকে, যে দলে ভারতীয় দলের অধিনায়ক রয়েছেন, সেখানে অন্য কোনও খেলোয়াড়কে নেতৃত্ব দেওয়ার কথা ঘোষণা করাটা সমীহ করা যায় না৷ একজন অধিনায়ক যখন ফুল ফর্মে থাকেন, তখন তাঁকে বাদ দিয়ে অন্য কারও কথা ভাবা উচিত নয়৷ বলতে হয়, বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মা সবার নজর কেড়ে নিয়েছিলেন৷ সেই জন্য ভারত ও ইংল্যান্ডের টেস্ট ম্যাচের সিরিজে অধিনায়ক রোহিত শর্মাকেই অধিনায়কের ব্যাটনটা তুলে দেওয়া হয়েছে৷ সেখানেও তিনি সফল৷

ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়ে দিয়ে সিরিজ জিতে নিয়েছেন রোহিত শর্মারা৷ শুধু তাই নয়, এবারে ভারতীয় দলে বেশ কিছু তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে৷ সেইসব তরুণ ক্রিকেটারদের কীভাবে উৎসাহিত এবং আগ্রাসী ভূমিকা নিতে হয়, তার জন্য উৎসাহিত করেছেন৷ এটাই হল একজন অধিনায়কের আদর্শ ভূমিকা৷